আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
১২. অধ্যায়ঃ জিহাদ
হাদীস নং: ২০৪৯
আল্লাহ্ তা'আলার পথে জিহাদে উৎসাহিতকরণ ও জিহাদে আহত হওয়া এবং জিহাদের সারিতে দু'আ করার ফযীলত প্রসঙ্গে
২০৪৯. হযরত আবু সাঈদ (রা) থেকে বর্ণিত যে, রাসুলুল্লাহ (ﷺ) বলেছেন: যে ব্যক্তি আল্লাহকে প্রভুরূপে, ইসলামকে ধর্মরূপে ও মুহাম্মদ (ﷺ) -কে রাসূলরূপে পেয়ে তুষ্ট, তার জন্য জান্নাত অবধারিত। আবু সাঈদ এ কথা শুনে আশ্চর্যান্বিত হয়ে গেলেন। তাই তিনি বললেন, ইয়া রাসুলাল্লাহ। কথাটি আবার বলুন। রাসুলুল্লাহ (ﷺ) আবার কথাটির পুনরাবৃত্তি করলেন। তারপর তিনি বললেন, অন্য একটি বিষয় আছে যদ্বারা আল্লাহ তা'আলা বান্দাকে জান্নাতের একশটি ধাপ দান করবেন, প্রতি দু'টি ধাপের মাঝে আসমান-যমীনের সমতুল্য দূরত্ব হবে। আবু সাঈদ জিজ্ঞেস করলেন, এটা কি, হে আল্লাহর রাসূল। রাসূলুল্লাহ (ﷺ) বললেন: আল্লাহর পথে জিহাদ।
(হাদীসটি মুসলিম, আবু দাউদ ও নাসাঈ বর্ণনা করেছেন।)
(হাদীসটি মুসলিম, আবু দাউদ ও নাসাঈ বর্ণনা করেছেন।)
التَّرْغِيب فِي الْجِهَاد فِي سَبِيل الله تَعَالَى وَمَا جَاءَ فِي فضل الْكَلم فِيهِ وَالدُّعَاء عِنْد الصَّفّ والقتال
2049- وَعَن أبي سعيد رَضِي الله عَنهُ أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ من رَضِي بِاللَّه رَبًّا وَبِالْإِسْلَامِ دينا وَبِمُحَمَّدٍ صلى الله عَلَيْهِ وَسلم رَسُولا وَجَبت لَهُ الْجنَّة
فَعجب لَهَا أَبُو سعيد فَقَالَ أعدهَا عَليّ يَا رَسُول الله فَأَعَادَهَا عَلَيْهِ ثمَّ قَالَ وَأُخْرَى يرفع الله بهَا للْعَبد مائَة دَرَجَة فِي الْجنَّة مَا بَين كل دَرَجَتَيْنِ كَمَا بَين السَّمَاء وَالْأَرْض
قَالَ وَمَا هِيَ يَا رَسُول الله قَالَ الْجِهَاد فِي سَبِيل الله
رَوَاهُ مُسلم وَأَبُو دَاوُد وَالنَّسَائِيّ
فَعجب لَهَا أَبُو سعيد فَقَالَ أعدهَا عَليّ يَا رَسُول الله فَأَعَادَهَا عَلَيْهِ ثمَّ قَالَ وَأُخْرَى يرفع الله بهَا للْعَبد مائَة دَرَجَة فِي الْجنَّة مَا بَين كل دَرَجَتَيْنِ كَمَا بَين السَّمَاء وَالْأَرْض
قَالَ وَمَا هِيَ يَا رَسُول الله قَالَ الْجِهَاد فِي سَبِيل الله
رَوَاهُ مُسلم وَأَبُو دَاوُد وَالنَّسَائِيّ
