আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
১২. অধ্যায়ঃ জিহাদ
হাদীস নং: ২০৩৬
আল্লাহ্ তা'আলার পথে জিহাদে উৎসাহিতকরণ ও জিহাদে আহত হওয়া এবং জিহাদের সারিতে দু'আ করার ফযীলত প্রসঙ্গে
২০৩৬. হযরত আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ) -কে জিজ্ঞেস করা হলো, সর্বোত্তম আমল কোনটি? রাসূলুল্লাহ্ (ﷺ) বললেন: আল্লাহ ও তাঁর রাসূলের প্রতি ঈমান। বলা হলো, এরপর কোনটি? তিনি বললেন: আল্লাহর পথে জিহাদ। জিজ্ঞেস করা হলো, তারপর কোনটি? বললেন: পুণ্যময় হজ্জ।
(হাদীসটি বুখারী, মুসলিম, তিরমিযী, নাসাঈ ও ইব্ন খুযায়মা তাঁর 'সহীহ' গ্রন্থে বর্ণনা করেছেন। ইবন খুযায়মার শব্দগুলো হচ্ছে:
রাসূলুল্লাহ (ﷺ) বলেনঃ আল্লাহর কাছে সর্বোত্তম আমল হলো এমন ঈমান যার মধ্যে কোন সংশয় নেই, এমন জিহাদ যাতে কোন খিয়ানত নেই। আর পুণ্যময় হজ্জ (যাতে কোন গুনাহ নেই)।)
(হাদীসটি বুখারী, মুসলিম, তিরমিযী, নাসাঈ ও ইব্ন খুযায়মা তাঁর 'সহীহ' গ্রন্থে বর্ণনা করেছেন। ইবন খুযায়মার শব্দগুলো হচ্ছে:
রাসূলুল্লাহ (ﷺ) বলেনঃ আল্লাহর কাছে সর্বোত্তম আমল হলো এমন ঈমান যার মধ্যে কোন সংশয় নেই, এমন জিহাদ যাতে কোন খিয়ানত নেই। আর পুণ্যময় হজ্জ (যাতে কোন গুনাহ নেই)।)
التَّرْغِيب فِي الْجِهَاد فِي سَبِيل الله تَعَالَى وَمَا جَاءَ فِي فضل الْكَلم فِيهِ وَالدُّعَاء عِنْد الصَّفّ والقتال
2036- عَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ سُئِلَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم أَي الْعَمَل أفضل قَالَ إِيمَان بِاللَّه وَرَسُوله
قيل ثمَّ مَاذَا قَالَ الْجِهَاد فِي سَبِيل الله
قيل ثمَّ مَاذَا قَالَ حج مبرور
رَوَاهُ البُخَارِيّ وَمُسلم وَالتِّرْمِذِيّ وَالنَّسَائِيّ وَابْن خُزَيْمَة فِي صَحِيحه وَلَفظه قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم أفضل الْأَعْمَال عِنْد الله إِيمَان لَا شكّ فِيهِ وغزو لَا غلُول فِيهِ وَحج مبرور
قيل ثمَّ مَاذَا قَالَ الْجِهَاد فِي سَبِيل الله
قيل ثمَّ مَاذَا قَالَ حج مبرور
رَوَاهُ البُخَارِيّ وَمُسلم وَالتِّرْمِذِيّ وَالنَّسَائِيّ وَابْن خُزَيْمَة فِي صَحِيحه وَلَفظه قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم أفضل الْأَعْمَال عِنْد الله إِيمَان لَا شكّ فِيهِ وغزو لَا غلُول فِيهِ وَحج مبرور
