আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
১২. অধ্যায়ঃ জিহাদ
হাদীস নং: ২০৩৫
আল্লাহর রাস্তায় তীর নিক্ষেপকরণ ও তীরন্দাজী প্রশিক্ষণের উৎসাহ দান এবং যে এটির প্রতি আকাঙ্ক্ষা থেকে শিক্ষা গ্রহণের পর পরিত্যাগ করে তার প্রতি ভীতিপ্রদর্শন প্রসঙ্গে
২০৩৫. হযরত আবু হুরায়রা (রা) সূত্রে রাসূলুল্লাহ (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ যে ব্যক্তি তীরন্দাজীর প্রশিক্ষণ নেয়ার পর তা ছেড়ে দেল, সে একটি নিয়ামতকে অস্বীকার করল।
(হাদীসটি বাযযার ও তাবারানী তাঁর 'সগীরে' ও 'আওসাতে' বিশুদ্ধ সনদে বর্ণনা করেছেন। এ পরিচ্ছেদের প্রথমাংশে হযরত উকবা ইবন আমির (রা) থেকে অনুরূপ আরেকটি হাদীস বর্ণিত হয়েছে। সেখানে বলা হয়েছে।
যে ব্যক্তি তীরন্দাজী শিখার পর এটাকে অবহেলা করে ছেড়ে দিল, নিশ্চয়ই সে একটি নিয়ামতকে ছেড়ে দিল। অথবা রাবী বলেন, সে নিয়ামতের অকৃতজ্ঞতা প্রদর্শন করল।)
(হাদীসটি বাযযার ও তাবারানী তাঁর 'সগীরে' ও 'আওসাতে' বিশুদ্ধ সনদে বর্ণনা করেছেন। এ পরিচ্ছেদের প্রথমাংশে হযরত উকবা ইবন আমির (রা) থেকে অনুরূপ আরেকটি হাদীস বর্ণিত হয়েছে। সেখানে বলা হয়েছে।
যে ব্যক্তি তীরন্দাজী শিখার পর এটাকে অবহেলা করে ছেড়ে দিল, নিশ্চয়ই সে একটি নিয়ামতকে ছেড়ে দিল। অথবা রাবী বলেন, সে নিয়ামতের অকৃতজ্ঞতা প্রদর্শন করল।)
الترغيب في الرمي في سبيل الله وتعلمه والترهيب من تركه بعد تعلمه رغبة عنه
2035- وَعَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ من تعلم الرَّمْي ثمَّ نَسيَه فَهِيَ نعْمَة جَحدهَا
رَوَاهُ الْبَزَّار وَالطَّبَرَانِيّ فِي الصَّغِير والأوسط بِإِسْنَاد حسن وَتقدم فِي أول الْبَاب حَدِيث عقبَة بن عَامر وَفِيه وَمن ترك الرَّمْي بعد مَا علمه رَغْبَة عَنهُ فَإِنَّهَا نعْمَة تَركهَا أَو قَالَ كفرها
رَوَاهُ الْبَزَّار وَالطَّبَرَانِيّ فِي الصَّغِير والأوسط بِإِسْنَاد حسن وَتقدم فِي أول الْبَاب حَدِيث عقبَة بن عَامر وَفِيه وَمن ترك الرَّمْي بعد مَا علمه رَغْبَة عَنهُ فَإِنَّهَا نعْمَة تَركهَا أَو قَالَ كفرها
