আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
১২. অধ্যায়ঃ জিহাদ
হাদীস নং: ২০১৩
আল্লাহ্ তা'আলার পথে শাহাদত প্রার্থনায় উৎসাহ দান প্রসঙ্গে
২০১৩. হযরত আনাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ (ﷺ) বলেছেন যে ব্যক্তি খাঁটি অন্তরে শাহাদত কামনা করে, তাকে সে মর্যাদা দেয়া হবে। যদিও তার মৃত্যু জিহাদের ময়দানে না হয়।
(হাদীসটি, মুসলিম, হাকিম প্রমুখ বর্ণনা করেছেন। হাকিম বলেন, বুখারী-মুসলিম উভয়ের শর্তানুযায়ী হাদীসটি সহীহ।)
(হাদীসটি, মুসলিম, হাকিম প্রমুখ বর্ণনা করেছেন। হাকিম বলেন, বুখারী-মুসলিম উভয়ের শর্তানুযায়ী হাদীসটি সহীহ।)
التَّرْغِيب فِي سُؤال الشَّهَادَة فِي سَبِيل الله تَعَالَى
2013- وَعَن أنس رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم من طلب الشَّهَادَة صَادِقا أعطيها وَلَو لم تصبه
رَوَاهُ مُسلم وَغَيره وَالْحَاكِم وَقَالَ صَحِيح على شَرطهمَا
رَوَاهُ مُسلم وَغَيره وَالْحَاكِم وَقَالَ صَحِيح على شَرطهمَا
