আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
১২. অধ্যায়ঃ জিহাদ
হাদীস নং: ২০০৬
আল্লাহর পথে একটি সকাল ও একটি বিকাল যাপনের প্রতি উৎসাহ দান, জিহাদে পদব্রজে চলা, ধূলিবালি লাগানো ও এতে ভয়ভীতি বরদাস্ত করার ফযীলত প্রসঙ্গ
২০০৬. হযরত রবী' ইবন যিয়াদ (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, একবার রাসূলুল্লাহ্ (ﷺ) পথ চলছিলেন। এমন সময় তিনি এক কুরায়শ বালককে পেলেন, যে একাকী পথ চলছে। তখন রাসূলুল্লাহ্ (ﷺ) বললেনঃ ঐ লোকটি কি অমুক না? সাথীরা বললেন, জ্বী হ্যাঁ। রাসূলুল্লাহ বললেন, তোমরা তাকে ডাক। তারা ডাকলেন। তারপর তিনি জিজ্ঞেস করলেন: তুমি একাকী যাচ্ছ কেন হে? সে বলল, ইয়া রাসুলাল্লাহ। ধূলিবালিকে আমি অপসন্দ করছি। রাসূলুল্লাহ বললেন, তুমি ধূলিবালি থেকে দূরে থেকো না। আমি ঐ সত্তার শপথ করে বলছি, যাঁর হাতে আমার জীবন। নিশ্চয়ই আল্লাহর পথের ধূলি হবে জান্নাতের সুগন্ধি।
(হাদীসটি আবু দাউদ তাঁর 'মারাসীল' গ্রন্থে বর্ণনা করেছেন।)
(হাদীসটি আবু দাউদ তাঁর 'মারাসীল' গ্রন্থে বর্ণনা করেছেন।)
التَّرْغِيب فِي الغدوة فِي سَبِيل الله والروحة وَمَا جَاءَ فِي فضل الْمَشْي وَالْغُبَار فِي سَبِيل الله وَالْخَوْف فِيهِ
2006- وَعَن ربيع بن زِيَاد رَضِي الله عَنهُ أَنه قَالَ بَيْنَمَا رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يسير إِذا هُوَ بِغُلَام من قُرَيْش معتزل من الطَّرِيق يسير فَقَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم أَلَيْسَ ذَاك فلَان قَالُوا بلَى
قَالَ فَادعوهُ فَدَعوهُ
قَالَ مَا بالك اعتزلت الطَّرِيق قَالَ يَا رَسُول الله كرهت الْغُبَار
قَالَ فَلَا تعتزله فوالذي نفس مُحَمَّد بِيَدِهِ إِنَّه لذريرة الْجنَّة
رَوَاهُ أَبُو دَاوُد فِي مراسيله
قَالَ فَادعوهُ فَدَعوهُ
قَالَ مَا بالك اعتزلت الطَّرِيق قَالَ يَا رَسُول الله كرهت الْغُبَار
قَالَ فَلَا تعتزله فوالذي نفس مُحَمَّد بِيَدِهِ إِنَّه لذريرة الْجنَّة
رَوَاهُ أَبُو دَاوُد فِي مراسيله
