আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
১২. অধ্যায়ঃ জিহাদ
হাদীস নং: ১৯৫১
অধ্যায়ঃ জিহাদ
প্রদর্শনেচ্ছা ও খ্যাতির আকাঙ্ক্ষা পরিহার করে জিহাদের জন্য ঘোড়া আটকিয়ে রাখার উৎসাহ দান ও ফযীলত প্রসঙ্গে হাদীসে উল্লেখিত বিশেষ ধরনের ঘোড়া প্রতিপালনে উদ্বুদ্ধকরণ এবং ঘোড়ার ললাটের কেশ কাটার নিষিদ্ধতা, কেননা এতেও রয়েছে বরকত ও কল্যাণ
১৯৫১. হযরত আবূ হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, (ﷺ) রাসূলুল্লাহ বলেছেনঃ যে ব্যক্তি আল্লাহ তা'আলার উপর পূর্ণ ঈমানের সাথে এবং আল্লাহর প্রতিশ্রুতির প্রতি বিশ্বাস পোষণ করে আল্লাহর পথে জিহাদের জন্য কোন ঘোড়া আটকে রাখবে, সেই ঘোড়ার যাবতীয় আহার্য-পানীয় ও মল-মূত্র কিয়ামতের দিন পুণ্য হিসেবে তার সওয়াবের পাল্লায় ওজন করা হবে।
(বুখারী, নাসাঈ প্রমুখ হাদীসটি বর্ণনা করেছেন।)
(বুখারী, নাসাঈ প্রমুখ হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب الْجِهَاد
التَّرْغِيب فِي احتباس الْخَيل للْجِهَاد لَا رِيَاء وَلَا سمعة وَمَا جَاءَ فِي فَضلهَا وَالتَّرْغِيب فِيمَا يذكر مِنْهَا وَالنَّهْي عَن قصّ نَوَاصِيهَا لِأَن فِيهَا الْخَيْر وَالْبركَة
1951- عَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم من احْتبسَ فرسا فِي سَبِيل الله إِيمَانًا بِاللَّه وَتَصْدِيقًا بوعده فَإِن شبعه وريه وروثه وبوله فِي مِيزَانه يَوْم الْقِيَامَة يَعْنِي حَسَنَات
رَوَاهُ البُخَارِيّ وَالنَّسَائِيّ وَغَيرهمَا
رَوَاهُ البُخَارِيّ وَالنَّسَائِيّ وَغَيرهمَا