আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১২. অধ্যায়ঃ জিহাদ

হাদীস নং: ১৯৪৯
অধ্যায়ঃ জিহাদ
আল্লাহর পথে ব্যয়, মুজাহিদদের প্রস্তুতিতে সহযোগিতা ও তাদের পরিবার-পরিজনদের দেখাশোনার প্রতি উৎসাহ দান প্রসঙ্গে
১৯৪৯. হযরত উমর ইবনুল খাত্তাব (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেনঃ যে ব্যক্তি কোন মুজাহিদের মাথার উপর ছায়া দান করল, আল্লাহ্ তা'আলা কিয়ামতের দিন তাকে আরশের নীচে ছায়া দান করবেন। যে ব্যক্তি কোন মুজাহিদকে (অস্ত্র ও সরঞ্জামাদি দ্বারা) সজ্জিত করে দিল, আল্লাহ্ তা'আলা তাকে মুজাহিদের অনুরূপ সওয়াব দান করবেন এবং যে ব্যক্তি একটি মসজিদ প্রতিষ্ঠা করল, যেখানে আল্লাহর নামের যিকির হবে, আল্লাহ্ তা'আলা তার জন্য জান্নাতে একটি ঘর তৈরি করবেন।
(হাদীসটি ইব্‌ন হিব্বান তাঁর 'সহীহে' ও বায়হাকী বর্ণনা করেছেন।)
كتاب الْجِهَاد
التَّرْغِيب فِي النَّفَقَة فِي سَبِيل الله وتجهيز الْغُزَاة وخلفهم فِي أهلهم
1949- وَعَن عمر بن الْخطاب رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم من أظل رَأس
غاز أظلهُ الله يَوْم الْقِيَامَة وَمن جهز غازيا فِي سَبِيل الله فَلهُ مثل أجره وَمن بنى لله مَسْجِدا يذكر فِيهِ اسْم الله بنى الله لَهُ بَيْتا فِي الْجنَّة

رَوَاهُ ابْن حبَان فِي صَحِيحه وَالْبَيْهَقِيّ
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ১৯৪৯ | মুসলিম বাংলা