আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
১২. অধ্যায়ঃ জিহাদ
হাদীস নং: ১৯৪৮
অধ্যায়ঃ জিহাদ
আল্লাহর পথে ব্যয়, মুজাহিদদের প্রস্তুতিতে সহযোগিতা ও তাদের পরিবার-পরিজনদের দেখাশোনার প্রতি উৎসাহ দান প্রসঙ্গে
১৯৪৮. হযরত আবদুল্লাহ ইব্ন সাহল ইবন হুনায়ফ (রা) থেকে বর্ণিত। সাহল বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ্ বলেছেন: যে ব্যক্তি আল্লাহর পথের কোন মুজাহিদকে সাহায্য করল, অথবা কোন ঋণগ্রস্থ ব্যক্তিকে তার সঙ্কটকালে সাহায্য করল, কিংবা কোন চুক্তিবদ্ধ গোলামের চুক্তির টাকা পরিশোধ করে তাকে মুক্ত করে দিল, যেদিন আরশের ছায়া ছাড়া অন্য কোন ছায়া থাকবে না, সেদিন আল্লাহ্ তা'আলা তাদেরকে আরশের ছায়ার নীচে স্থান দিবেন।
(হাদীসটি আহমদ ও বায়হাকী আবদুল্লাহ ইবন মুহাম্মদ ইবন আকীল সূত্রে আবদুল্লাহ ইবন সাহল থেকে বর্ণনা করেছেন।)
(হাদীসটি আহমদ ও বায়হাকী আবদুল্লাহ ইবন মুহাম্মদ ইবন আকীল সূত্রে আবদুল্লাহ ইবন সাহল থেকে বর্ণনা করেছেন।)
كتاب الْجِهَاد
التَّرْغِيب فِي النَّفَقَة فِي سَبِيل الله وتجهيز الْغُزَاة وخلفهم فِي أهلهم
1948- وَعَن عبد الله بن سهل بن حنيف رَضِي الله عَنهُ أَن سهلا رَضِي الله عَنهُ حَدثهُ أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ من أعَان مُجَاهدًا فِي سَبِيل الله أَو غارما فِي عسرته أَو مكَاتبا فِي رقبته أظلهُ الله فِي ظله يَوْم لَا ظلّ إِلَّا ظله
رَوَاهُ أَحْمد وَالْبَيْهَقِيّ كِلَاهُمَا عَن عبد الله بن مُحَمَّد بن عقيل عَنهُ
رَوَاهُ أَحْمد وَالْبَيْهَقِيّ كِلَاهُمَا عَن عبد الله بن مُحَمَّد بن عقيل عَنهُ