আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১১. অধ্যায়ঃ হজ্জ

হাদীস নং: ১৮৪১
অধ্যায়ঃ হজ্জ
মসজিদুল হারাম, মসজিদে নববী, বায়তুল মুকাদ্দাস ও মসজিদে কুবায় নামায আদায়ের প্রতি উৎসাহ দান
১৮৪১. হযরত আবু সাঈদ খুদরী (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ ﷺ -এর নিকট তাঁর জনৈকা সহধর্মিণীর ঘরে অবস্থানকালে প্রবেশ করলাম। আমি বললাম, ইয়া রাসূলাল্লাহ! তাকওয়ার ওপর প্রতিষ্ঠিত হয়েছে, এটি কোন্ মসজিদ? তিনি তখন একমুষ্ঠি কঙ্কর নিয়ে মসজিদে নববীর দিকে ইশারা করে মাটিতে নিক্ষেপ করলেন এবং বললেন, এটি তোমাদের এই মসজিদ।
(হাদীসটি মুসলিম ও তিরমিযী বর্ণনা করেছেন। নাসাঈ এ হাদীসটি নিম্নোক্ত শব্দমালায় বর্ণনা করেন:
দু'ব্যক্তি এ বিষয় নিয়ে তর্ক করছিল যে, প্রথম দিন থেকেই যে মসজিদটি তাক্‌ওয়ার উপর প্রতিষ্ঠিত হয়েছে, সেটি কোন মসজিদ? একজন বলছিল, এটি কুবার মসজিদ। অপরজন বলছিল যে, এটি রাসূলুল্লাহ্ ﷺ -এর মসজিদ। রাসূলুল্লাহ্ ﷺ তখন বললেন, এটি আমার এই মসজিদ।)
كتاب الْحَج
التَّرْغِيب فِي الصَّلَاة فِي الْمَسْجِد الْحَرَام وَمَسْجِد الْمَدِينَة وَبَيت الْمُقَدّس وقباء
1841- وَعَن أبي سعيد الْخُدْرِيّ رَضِي الله عَنهُ قَالَ دخلت على رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم فِي بَيت بعض نِسَائِهِ فَقلت يَا رَسُول الله أَي المسجدين الَّذِي أسس على التَّقْوَى فَأخذ كفا من حَصْبَاء فَضرب بِهِ الأَرْض ثمَّ قَالَ هُوَ مَسْجِدكُمْ هَذَا لمَسْجِد الْمَدِينَة

رَوَاهُ مُسلم وَالتِّرْمِذِيّ وَالنَّسَائِيّ وَلَفظه قَالَ تمارى رجلَانِ فِي الْمَسْجِد الَّذِي أسس على التَّقْوَى من أول يَوْم فَقَالَ رجل هُوَ مَسْجِد قبَاء وَقَالَ رجل هُوَ مَسْجِد رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم فَقَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم هُوَ مَسْجِدي هَذَا
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ১৮৪১ | মুসলিম বাংলা