আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
১১. অধ্যায়ঃ হজ্জ
হাদীস নং: ১৮৪০
অধ্যায়ঃ হজ্জ
মসজিদুল হারাম, মসজিদে নববী, বায়তুল মুকাদ্দাস ও মসজিদে কুবায় নামায আদায়ের প্রতি উৎসাহ দান
১৮৪০. হযরত আনাস (রা) থেকেই বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ ﷺ বলেছেন। কোন ব্যক্তির তার ঘরের সালাত আদায় একটি সালাত বলে গণ্য হবে, মহল্লার মসজিদে তার সালাত পঁচিশটি সালাতের সমান, জামে মসজিদে তার সালাত আদায় পাঁচশত সালাতের সমান, মসজিদুল আক্সার একটি সালাত পঞ্চাশ হাজার সালাতের সমান, আমার মসজিদে একটি সালাত পঞ্চাশ হাজার সালাতের সমান, আর মসজিদুল হারামে একটি সালাত এক লক্ষ সালাতের সমান।
(হাদীসটি ইবন মাজাহ বর্ণনা করেছেন। এর সকল বর্ণনাকারীই নির্ভরযোগ্য; তবে আবুল খাত্তাব দিমাশকীর পরিচিতিটি এখন আমার মনে আসছে না। ইবন মাজাহ ব্যতীত সিহাহ সিত্তার অন্যান্য সংকলকগণ তাঁর কোন বর্ণনা নিজেদের সংকলনে উল্লেখ করেন নি। আল্লাহই ভাল জানেন।)
(হাদীসটি ইবন মাজাহ বর্ণনা করেছেন। এর সকল বর্ণনাকারীই নির্ভরযোগ্য; তবে আবুল খাত্তাব দিমাশকীর পরিচিতিটি এখন আমার মনে আসছে না। ইবন মাজাহ ব্যতীত সিহাহ সিত্তার অন্যান্য সংকলকগণ তাঁর কোন বর্ণনা নিজেদের সংকলনে উল্লেখ করেন নি। আল্লাহই ভাল জানেন।)
كتاب الْحَج
التَّرْغِيب فِي الصَّلَاة فِي الْمَسْجِد الْحَرَام وَمَسْجِد الْمَدِينَة وَبَيت الْمُقَدّس وقباء
1840- وَعنهُ رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم صَلَاة الرجل فِي بَيته بِصَلَاة وَصلَاته فِي مَسْجِد الْقَبَائِل بِخمْس وَعشْرين صَلَاة وَصَلَاة فِي الْمَسْجِد الَّذِي يجمع فِيهِ بِخَمْسِمِائَة صَلَاة وَصَلَاة فِي الْمَسْجِد الْأَقْصَى بِخَمْسِينَ ألف صَلَاة وَصَلَاة فِي مَسْجِدي بِخَمْسِينَ ألف صَلَاة وَصَلَاة فِي الْمَسْجِد الْحَرَام بِمِائَة ألف صَلَاة
رَوَاهُ ابْن مَاجَه وَرُوَاته ثِقَات إِلَّا أَن أَبَا الْخطاب الدِّمَشْقِي لَا تحضرني الْآن تَرْجَمته وَلم يخرج لَهُ من أَصْحَاب الْكتب السِّتَّة أحد إِلَّا ابْن مَاجَه وَالله أعلم
رَوَاهُ ابْن مَاجَه وَرُوَاته ثِقَات إِلَّا أَن أَبَا الْخطاب الدِّمَشْقِي لَا تحضرني الْآن تَرْجَمته وَلم يخرج لَهُ من أَصْحَاب الْكتب السِّتَّة أحد إِلَّا ابْن مَاجَه وَالله أعلم