আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
১১. অধ্যায়ঃ হজ্জ
হাদীস নং: ১৮২৯
অধ্যায়ঃ হজ্জ
সামর্থ্য থাকা সত্ত্বেও যে হজ্জ করে না, তার প্রতি সতর্কবাণী ও ফরয হজ্জ আদায়ের পর মহিলাদের ঘর আঁকড়ে থাকা প্রসঙ্গ
১৮২৯. হযরত আবু সাঈদ খুদরী (রা) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ্ ﷺ বলেছেন: মহান আল্লাহ্ বলেন, আমি যে বান্দার শরীরকে সুস্থ রেখেছি ও জীবিকার প্রশস্ততা দান করেছি, সে যখন পাঁচটি বছর অতিক্রান্ত হয়ে গেলেও আমার দিকে মেহমান হয়ে আসে না, তখন সে নিশ্চিতভাবেই বঞ্চিত।
(হাদীসটি ইব্ন হিব্বান তাঁর 'সহীহ' গ্রন্থে এবং বায়হাকী বর্ণনা করেছেন। বায়হাকী বলেন, আলী ইবনুল মুনযির বলেছেন, আমার কিছু সাথী বর্ণনা করেছেন যে, হাসান ইবন হুয়াই এ হাদীসটি খুব পসন্দ করতেন এবং এ অনুযায়ী মত পোষণ করে সামর্থ্যবান ব্যক্তির জন্য পাঁচ বছর পর্যন্ত হজ্জ বিলম্বিত করা অপসন্দ করতেন।)
(হাদীসটি ইব্ন হিব্বান তাঁর 'সহীহ' গ্রন্থে এবং বায়হাকী বর্ণনা করেছেন। বায়হাকী বলেন, আলী ইবনুল মুনযির বলেছেন, আমার কিছু সাথী বর্ণনা করেছেন যে, হাসান ইবন হুয়াই এ হাদীসটি খুব পসন্দ করতেন এবং এ অনুযায়ী মত পোষণ করে সামর্থ্যবান ব্যক্তির জন্য পাঁচ বছর পর্যন্ত হজ্জ বিলম্বিত করা অপসন্দ করতেন।)
كتاب الْحَج
ترهيب من قدر على الْحَج فَلم يحجّ وَمَا جَاءَ فِي لُزُوم الْمَرْأَة بَيتهَا بعد قَضَاء فرض الْحَج
1829- وَعَن أبي سعيد الْخُدْرِيّ رَضِي الله عَنهُ أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ يَقُول الله عز وَجل إِن عبدا صححت لَهُ جِسْمه ووسعت عَلَيْهِ فِي الْمَعيشَة تمْضِي عَلَيْهِ خَمْسَة أَعْوَام لَا يفد إِلَيّ لمحروم
رَوَاهُ ابْن حبَان فِي صَحِيحه وَالْبَيْهَقِيّ وَقَالَ قَالَ عَليّ بن الْمُنْذر أَخْبرنِي بعض أَصْحَابنَا قَالَ كَانَ حسن بن حييّ يُعجبهُ هَذَا الحَدِيث وَبِه يَأْخُذ
وَيُحب للرجل الْمُوسر الصَّحِيح أَن لَا يتْرك الْحَج خمس سِنِين
رَوَاهُ ابْن حبَان فِي صَحِيحه وَالْبَيْهَقِيّ وَقَالَ قَالَ عَليّ بن الْمُنْذر أَخْبرنِي بعض أَصْحَابنَا قَالَ كَانَ حسن بن حييّ يُعجبهُ هَذَا الحَدِيث وَبِه يَأْخُذ
وَيُحب للرجل الْمُوسر الصَّحِيح أَن لَا يتْرك الْحَج خمس سِنِين