আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১১. অধ্যায়ঃ হজ্জ

হাদীস নং: ১৮২৮
অধ্যায়ঃ হজ্জ
সামর্থ্য থাকা সত্ত্বেও যে হজ্জ করে না, তার প্রতি সতর্কবাণী ও ফরয হজ্জ আদায়ের পর মহিলাদের ঘর আঁকড়ে থাকা প্রসঙ্গ
১৮২৮. ইতিপূর্বে হুযায়ফা (রা) থেকে নবী করীম ﷺ -এর হাদীসে বর্ণিত হয়েছে যে, তিনি বলেছেন। ইসলামের আটটি অংশ। ইসলাম (তথা আত্মসমর্পণ ও আনুগত্য) একটি অংশ, সালাত একটি অংশ, যাকাত একটি অংশ, বায়তুল্লাহর হজ্জ একটি অংশ, সৎকাজের আদেশ দান একটি অংশ, অন্যায় কাজে বাধা প্রাধান একটি অশে আর আল্লাহর পথে জিহাদ একটি অংশ। যার একটি অংশও কম রয়েছে, সে ক্ষতিগ্রস্ত হয়ে গেল।
(হাদীসটি বাযযার বর্ণনা করেছেন।)
كتاب الْحَج
ترهيب من قدر على الْحَج فَلم يحجّ وَمَا جَاءَ فِي لُزُوم الْمَرْأَة بَيتهَا بعد قَضَاء فرض الْحَج
1828- وَتقدم حَدِيث حُذَيْفَة رَضِي الله عَنهُ عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ الْإِسْلَام ثَمَانِيَة أسْهم الْإِسْلَام سهم وَالصَّلَاة سهم وَالزَّكَاة سهم وَحج الْبَيْت سهم وَالْأَمر بِالْمَعْرُوفِ سهم وَالنَّهْي عَن الْمُنكر سهم وَالْجهَاد فِي سَبِيل الله سهم وَقد خَابَ من لَا سهم لَهُ

رَوَاهُ الْبَزَّار
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ১৮২৮ | মুসলিম বাংলা