আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
১১. অধ্যায়ঃ হজ্জ
হাদীস নং: ১৮২৪
অধ্যায়ঃ হজ্জ
যমযমের পানিপানের প্রতি উৎসাহ দান ও এর ফযীলত প্রসঙ্গ
১৮২৪. হযরত সুওয়ায়দ ইবন সাঈদ (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি আবদুল্লাহ ইবনুল মুবারক (র)-কে মক্কায় দেখলাম যে, তিনি যমযম কূপের কাছে আসলেন এবং এখান থেকে কিছু পানিপান করতে চাইলেন। তারপর কা'বার দিকে মুখ করে বললেনঃ হে আল্লাহ। ইবন আবুল মাওয়ালী আমাকে মুহাম্মদ ইবনুল মুনকাদির সূত্রে হযরত জাবির (রা) থেকে এ হাদীস বর্ণনা করেছেন যে, রাসূলুল্লাহ ﷺ বলেছেন। যমযমের পানি যে উদ্দেশ্যে পান করা হয়, সে উদ্দেশ্যই সফল হয়। আমি এ পানি আজ কিয়ামত দিবসের পিপাসা থেকে বাঁচার উদ্দেশ্যে পান করছি। তারপর তিনি যমযমের পানি পান করলেন।
(হাদীসটি আহমদ সহীহ্ সনদে বর্ণনা করেছেন। বায়হাকীও এটি বর্ণনা করেন। বায়হাকী বলেন, ইবন আবুল মাওয়ালী ইবনুল মুনকাদির সূত্রে বর্ণিত হাদীসটি গরীব। ইবনুল মুবারক থেকে কেবল সুওয়ায়দ একা এই সনদে হাদীসটি বর্ণনা করেন। আহমদ ও ইবন মাজাহ-এর মারফু অংশটি আবদুল্লাহ ইবনুল মুআম্মাল থেকে বর্ণনা করেছেন। তিনি আবুয-যুবায়রকে বলতে শুনেছেন যে, তিনি হযরত জাবির ইবন আবদুল্লাহ (রা)-কে এ হাদীসটি বর্ণনা করতে শুনেছেন। এটি একটি হাসান সনদ।
(হাদীসটি আহমদ সহীহ্ সনদে বর্ণনা করেছেন। বায়হাকীও এটি বর্ণনা করেন। বায়হাকী বলেন, ইবন আবুল মাওয়ালী ইবনুল মুনকাদির সূত্রে বর্ণিত হাদীসটি গরীব। ইবনুল মুবারক থেকে কেবল সুওয়ায়দ একা এই সনদে হাদীসটি বর্ণনা করেন। আহমদ ও ইবন মাজাহ-এর মারফু অংশটি আবদুল্লাহ ইবনুল মুআম্মাল থেকে বর্ণনা করেছেন। তিনি আবুয-যুবায়রকে বলতে শুনেছেন যে, তিনি হযরত জাবির ইবন আবদুল্লাহ (রা)-কে এ হাদীসটি বর্ণনা করতে শুনেছেন। এটি একটি হাসান সনদ।
كتاب الْحَج
التَّرْغِيب فِي شرب مَاء زَمْزَم وَمَا جَاءَ فِي فَضله
1824- وَعَن سُوَيْد بن سعيد رَضِي الله عَنهُ قَالَ رَأَيْت عبد الله بن الْمُبَارك بِمَكَّة أَتَى مَاء زَمْزَم واستسقى مِنْهُ شربة ثمَّ اسْتقْبل الْكَعْبَة فَقَالَ اللَّهُمَّ إِن ابْن أبي الموَالِي حَدثنَا عَن مُحَمَّد بن الْمُنْكَدر عَن جَابر أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ مَاء زَمْزَم لما شرب لَهُ وَهَذَا أشربه لعطش يَوْم الْقِيَامَة ثمَّ شرب
رَوَاهُ أَحْمد بِإِسْنَاد صَحِيح وَالْبَيْهَقِيّ وَقَالَ غَرِيب من حَدِيث ابْن أبي الموَالِي عَن ابْن الْمُنْكَدر تفرد بِهِ سُوَيْد عَن ابْن الْمُبَارك من هَذَا الْوَجْه عَنهُ انْتهى
وروى أَحْمد وَابْن مَاجَه الْمَرْفُوع مِنْهُ عَن عبد الله بن المؤمل أَنه سمع أَبَا الزبير يَقُول سَمِعت جَابر بن عبد الله يَقُول فَذكره وَهَذَا إِسْنَاد حسن
رَوَاهُ أَحْمد بِإِسْنَاد صَحِيح وَالْبَيْهَقِيّ وَقَالَ غَرِيب من حَدِيث ابْن أبي الموَالِي عَن ابْن الْمُنْكَدر تفرد بِهِ سُوَيْد عَن ابْن الْمُبَارك من هَذَا الْوَجْه عَنهُ انْتهى
وروى أَحْمد وَابْن مَاجَه الْمَرْفُوع مِنْهُ عَن عبد الله بن المؤمل أَنه سمع أَبَا الزبير يَقُول سَمِعت جَابر بن عبد الله يَقُول فَذكره وَهَذَا إِسْنَاد حسن