আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১১. অধ্যায়ঃ হজ্জ

হাদীস নং: ১৮২৩
অধ্যায়ঃ হজ্জ
যমযমের পানিপানের প্রতি উৎসাহ দান ও এর ফযীলত প্রসঙ্গ
১৮২৩. হযরত ইবন আব্বাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ ﷺ বলেছেন: যমযমের পানি যে উদ্দেশ্যে পান করা হয়, তাই পূর্ণ হয়। তুমি যদি রোগ নিরাময়ের উদ্দেশ্যে এটি পান কর, তবে আল্লাহ্ তোমাকে রোগমুক্ত করে দিবেন; যদি ক্ষুধা নিবারণের উদ্দেশ্যে পান কর, তবে আল্লাহ তোমাকে পরিতৃপ্ত করে দিবেন, যদি পিপাসা দূর করা উদ্দেশ্যে পান কর, তবে আল্লাহ তোমার পিপাসা নিবৃত্ত করে দিবেন। এটি জিবরাঈল (আ)-এর পদাঘাতে সৃষ্ট ঝর্ণা ও আল্লাহর পক্ষ থেকে ইসমাঈল (আ)-এর জন্য পানিপানের
ব্যবস্থা।
(হাদীসটি দারা কুতনী ও হাকিম বর্ণনা করেছেন। হাতিম এ অংশটি অতিরিক্ত বর্ণনা করেনঃ তুমি যদি এটি কোন অনিষ্ট থেকে বাঁচার উদ্দেশ্যে পান কর, তবে আল্লাহ তোমাকে অনিষ্ট থেকে রক্ষা করবেন। হযরত ইব্‌ন আব্বাস (রা) যখন যমযমের পানি পান করতেন, তখন বলতেনঃ
اللهُمَّ إِنِّي أَسْأَلُكَ عِلْمًا نَافِعًا، وَرِزْقًا وَاسِعًا، وَشِفَاءً مِنْ كُلِّ دَاءٍ
অর্থঃ হে আল্লাহ। আমি তোমার কাছে উপাদেয় ইলম, প্রশস্ত জীবিকা ও সকল রোগ থেকে নিরাময় প্রার্থনা করি।
হাকিম বলেন, রাবী হিসেবে জারূদ অর্থাৎ মুহাম্মদ ইবন হাবীবের দুর্বলতা থেকে মুক্ত থাকলে হাদীসটি সহীহ বিবেচিত হবে।
(হাফিয বলেন): হাদীসটি দোষমুক্ত। কেননা জারূদ সত্যাশ্রয়ী রাবী। খতীব বাগদাদী প্রমুখ এরূপই বলেছেন। তবে জারূদ থেকে যিনি এ হাদীসটি বর্ণনা করেছেন, তাঁকে আমি চিনি না। দারা কুতনী কেবল ইবন আব্বাসের দু'আটি হাফস ইবন উমর আদানী থেকে পৃথকভাবে বর্ণনা করেছেন।)
كتاب الْحَج
التَّرْغِيب فِي شرب مَاء زَمْزَم وَمَا جَاءَ فِي فَضله
1823- وَعَن ابْن عَبَّاس رَضِي الله عَنْهُمَا قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم مَاء زَمْزَم لما شرب لَهُ إِن شربته تستشفي شفاك الله وَإِن شربته لشبعك أشبعك الله وَإِن شربته لقطع ظمئك قطعه الله وَهِي هزمة جِبْرَائِيل عَلَيْهِ السَّلَام وسقيا الله إِسْمَاعِيل عَلَيْهِ السَّلَام

رَوَاهُ الدَّارَقُطْنِيّ وَالْحَاكِم
وَزَاد وَإِن شربته مستعيذا أَعَاذَك الله وَكَانَ ابْن عَبَّاس رَضِي الله عَنهُ إِذا شرب مَاء زَمْزَم قَالَ اللَّهُمَّ إِنِّي أَسأَلك علما نَافِعًا وَرِزْقًا وَاسِعًا وشفاء من كل دَاء وَقَالَ صَحِيح الْإِسْنَاد إِن سلم من الْجَارُود يَعْنِي مُحَمَّد بن حبيب
قَالَ الْحَافِظ سلم مِنْهُ فَإِنَّهُ صَدُوق قَالَه الْخَطِيب الْبَغْدَادِيّ وَغَيره لَكِن الرَّاوِي عَنهُ مُحَمَّد بن هِشَام الْمروزِي لَا أعرفهُ وروى الدَّارَقُطْنِيّ دُعَاء ابْن عَبَّاس مُفردا من رِوَايَة حَفْص بن عمر الْعَدنِي
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ১৮২৩ | মুসলিম বাংলা