আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১১. অধ্যায়ঃ হজ্জ

হাদীস নং: ১৮১৯
অধ্যায়ঃ হজ্জ
মিনায় মাথা মুড়ানোর প্রতি উৎসাহ দান
১৮১৯. হযরত মালিক ইবন রাবী'আ (রা) থেকে বর্ণিত যে, তিনি রাসূলুল্লাহ ﷺ -কে এ দু'আ করতে শুনেছেনঃ হে আল্লাহ্। তুমি মাথা মুণ্ডনকারীদেরকে ক্ষমা করে দাও। হে আল্লাহ। তুমি মাথা মুণ্ডণকারীদেরকে ক্ষমা করে দাও। তখন উপস্থিত লোকদের মধ্য থেকে এক ব্যক্তি বলল, চুল কর্তনকারীদের জন্যও দু'আ করুন। রাসূলুল্লাহ্ ﷺ তখন তৃতীয় অথবা চতুর্থবারে বললেন, চুল কর্তনকারীদেরকেও ক্ষমা করে দাও। মালিক (রা) বলেন, এদিন আমার মাথাটি মুণ্ডিত ছিল। তাই এই মাথা মুণ্ডনের পরিবর্তে লাল উট লাভও আমার জন্য বেশি আনন্দদায়ক ছিল না।
(হাদীসটি আহমদ এবং তাবারানী 'আওসাত' নামক গ্রন্থে হাসান সনদে বর্ণনা করেছেন।
[হাফিয বলেনা: ইতিপূর্বে ইবন উমর (রা)-এর সহীহ হাদীসটি বর্ণিত হয়েছে যে, রাসুলুল্লাহ ﷺ আনসারী লোকটিকে বলেছিলেনঃ তোমার মুণ্ডিত মাথার প্রতিটি চুলের বিনিময়ে তোমার একটি করে পুণ্য হবে এবং একটি গুনাহ মুছে দেয়া হবে। হযরত উবাদা ইবনুস সামিত (রা)-এর হাদীসটিও ইতিপূর্বে বর্ণিত হয়েছে যে, রাসূলুল্লাহ্ ﷺ বলেছেন : তোমার মাথা মুণ্ডনের সময় যে চুলটি মাটিতে পতিত হবে, এটি কিয়ামতের দিন তোমার জন্য নূর হয়ে যাবে।)
كتاب الْحَج
التَّرْغِيب فِي حلق الرَّأْس بمنى
1819- وَعَن مَالك بن ربيعَة رَضِي الله عَنهُ أَنه سمع رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم وَهُوَ يَقُول اللَّهُمَّ اغْفِر للمحلقين
اللَّهُمَّ اغْفِر للمحلقين
قَالَ يَقُول رجل من الْقَوْم وللمقصرين فَقَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم فِي الثَّالِثَة أَو الرَّابِعَة وللمقصرين
ثمَّ قَالَ وَأَنا يَوْمئِذٍ محلوق الرَّأْس فَمَا يسرني بحلق رَأْسِي حمر النعم

رَوَاهُ أَحْمد وَالطَّبَرَانِيّ فِي الْأَوْسَط بِإِسْنَاد حسن
قَالَ الْحَافِظ وَتقدم فِي حَدِيث ابْن عمر الصَّحِيح أَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ للْأَنْصَارِيِّ وَأما حلاقك رَأسك فلك بِكُل شَعْرَة حلقتها حَسَنَة وتمحى عَنْك بهَا خَطِيئَة
وَتقدم أَيْضا فِي حَدِيث عبَادَة بن الصَّامِت وَأما حلقك رَأسك فَإِنَّهُ لَيْسَ من شعرك شَعْرَة تقع فِي الأَرْض إِلَّا كَانَت لَك نورا يَوْم الْقِيَامَة
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ১৮১৯ | মুসলিম বাংলা