আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
১১. অধ্যায়ঃ হজ্জ
হাদীস নং: ১৮১৮
অধ্যায়ঃ হজ্জ
মিনায় মাথা মুড়ানোর প্রতি উৎসাহ দান
১৮১৮. হযরত উম্মুল হুসায়ন (রা) থেকে বর্ণিত যে, তিনি বিদায় হজ্জে রাসূলুল্লাহকে মাথা মুণ্ডনকারীদের জন্য তিনবার ও যারা কেবল চুল ছেঁটে ছোট করে নেয়, তাদের জন্য একবার দু'আ করতে শুনেছেন।
(হাদীসটি মুসলিম বর্ণনা করেছেন।)
(হাদীসটি মুসলিম বর্ণনা করেছেন।)
كتاب الْحَج
التَّرْغِيب فِي حلق الرَّأْس بمنى
1818- وَعَن أم الْحصين رَضِي الله عَنْهَا أَنَّهَا سَمِعت النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم فِي حجَّة الْوَدَاع دَعَا للمحلقين ثَلَاثًا وللمقصرين مرّة وَاحِدَة
رَوَاهُ مُسلم
رَوَاهُ مُسلم