আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১১. অধ্যায়ঃ হজ্জ

হাদীস নং: ১৮১৬
অধ্যায়ঃ হজ্জ
কঙ্কর নিক্ষেপের প্রতি উৎসাহ দান এবং এটি উপরে উঠিয়ে নেয়া প্রসঙ্গে হাদীস
১৮১৬. হযরত আবু সাঈদ খুদরী (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমরা প্রশ্ন করলাম, ইয়া রাসূলাল্লাহ! এই সকল কঙ্কর, যা প্রতি বছর নিক্ষেপ করা হয়, আমরা তো মনে করি এগুলো কমে যায়। তিনি বললেন, যেগুলো কবুল হয়, সেগুলো উপরে উঠিয়ে নেয়া হয়। যদি এমন না হতো তাহলে তোমরা এগুলোকে পাহাড়ের মত (জুপীকৃত) দেখতে পেতে।
(হাদীসটি তাবারানী তাঁর 'আওসাতে' বর্ণনা করেছেন। হাকিমও এটি বর্ণনা করে বলেছেন: হাদীসটির সনদ সহীহ।
[সংকলক (র) বলেন: তাবারানী ও হাকিমের সনদে ইয়াযীদ ইব্‌ন সিনান তামিলী নামে একজন বিতর্কিত রাবী রয়েছেন।)
كتاب الْحَج
التَّرْغِيب فِي رمي الْجمار وَمَا جَاءَ فِي رَفعهَا
1816- وَعَن أبي سعيد الْخُدْرِيّ رَضِي الله عَنهُ قَالَ قُلْنَا يَا رَسُول الله هَذِه الْجمار الَّتِي ترمى كل سنة فنحسب أَنَّهَا تنقص قَالَ مَا تقبل مِنْهَا رفع وَلَوْلَا ذَلِك رأيتموها مثل الْجبَال

رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْأَوْسَط وَالْحَاكِم وَقَالَ صَحِيح الْإِسْنَاد
قَالَ المملي رَحمَه الله وَفِي إسنادهما يزِيد بن سِنَان التميلي مُخْتَلف فِي توثيقه
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ১৮১৬ | মুসলিম বাংলা