আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১১. অধ্যায়ঃ হজ্জ

হাদীস নং: ১৮১৫
অধ্যায়ঃ হজ্জ
কঙ্কর নিক্ষেপের প্রতি উৎসাহ দান এবং এটি উপরে উঠিয়ে নেয়া প্রসঙ্গে হাদীস
১৮১৫. হযরত ইব্‌ন আব্বাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ ﷺ বলেছেন: তুমি যখন শয়তানকে কঙ্কর নিক্ষেপ করবে, তোমার জন্য এটি কিয়ামতের দিন নূর হয়ে যাবে।
(হাদীসটি বাযযার তাওয়ামার আধাদকৃত দাস সালিহ থেকে বর্ণনা করেছেন।)
كتاب الْحَج
التَّرْغِيب فِي رمي الْجمار وَمَا جَاءَ فِي رَفعهَا
1815- وَعنهُ رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم إِذا رميت الْجمار كَانَ لَك نورا يَوْم الْقِيَامَة

رَوَاهُ الْبَزَّار من رِوَايَة صَالح مولى التَّوْأَمَة
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ১৮১৫ | মুসলিম বাংলা