আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১১. অধ্যায়ঃ হজ্জ

হাদীস নং: ১৮১৩
অধ্যায়ঃ হজ্জ
কঙ্কর নিক্ষেপের প্রতি উৎসাহ দান এবং এটি উপরে উঠিয়ে নেয়া প্রসঙ্গে হাদীস

[হাফিয (র) বলেন)। এর পূর্বের অধ্যায়ে হয়রত ইবন উমর (রা) বর্ণিত সহীহ হাদীসটিতে এসেছে যে, হাজী যখন শয়তানকে কঙ্কর নিক্ষেপ করে, তখন কেউ বলতে পারে না যে, তার কি পুণ্য রয়েছে, যাবৎ না মহান আল্লাহ তাকে কিয়ামতের দিন পূর্ণ বিনিময় দান করবেন। এটি হল ইবন হিব্বানের শব্দমালা। আর বাযযার-এর বর্ণনা হল: আর তোমার কঙ্কর নিক্ষেপ, এর প্রতিটি কঙ্করের বিনিময়ে একটি করে ধ্বংসকারী কবীরা গুনাহের কাফফারা হয়ে যায়। হযরত উবাদা ইবনুস সামিত (রা) বর্ণিত হাদীসটিও ইতিপূর্বে এসেছে যে, শয়তানকে পাথর নিক্ষেপের বিষয়টি, তবে মনে রাখবে যে, মহান আল্লাহ বলেনঃ
فَلَا تَعْلَمُ نَفْسٌ مَا أُخْفِيَ لَهُمْ مِنْ قُرَّةِ أَعْيُنٍ جَزَاءً بِمَا كَانُوا يَعْمَلُونَ
অর্থ: কেউ জানে না, তার জন্য তার কৃতকর্মের কি কি নয়নপ্রীতিকর প্রতিদান লুক্কায়িত রয়েছে।
(৩২: ১৭)(সূরা হামীম আস-সাজদাহ,আয়াত নং-১৭)
১৮১৩. হযরত ইবন উমর (রা) থেকে বর্ণিত যে, জনৈক ব্যক্তি নবী করীম ﷺ -কে কঙ্কর নিক্ষেপ সম্পর্কে প্রশ্ন করেছিল যে, আমাদের জন্য এতে কি রয়েছে? আমি তখন রাসূলুল্লাহ ﷺ -কে বলতে শুনেছি যে, এর বিনিময় তুমি তখন পাবে যখন তুমি এর সবচাইতে বেশি মুখাপেক্ষী থাকবে।
(হাদীসটি তাবারানী তাঁর 'আওসাত' ও 'কবীর' নামক গ্রন্থে হাজ্জাজ ইবন আরতাত সূত্রে বর্ণনা করেছেন। আর হযরত আনাস (রা) বর্ণিত হাদীসটি ইতিপূর্বে এসেছে যে, 'তোমার কঙ্কর নিক্ষেপের পুণ্যটি তোমার প্রতিপালকের নিকট গচ্ছিত থাকবে সেই দিনে জন্য, যেদিন তুমি এর বেশি প্রয়োজন অনুভব করবে।')
كتاب الْحَج
التَّرْغِيب فِي رمي الْجمار وَمَا جَاءَ فِي رَفعهَا قَالَ الْحَافِظ تقدم فِي الْبَاب قبله فِي حَدِيث ابْن عمر الصَّحِيح وَإِذا رمى الْجمار لَا يدْرِي أحد مَا لَهُ حَتَّى يتوفاه الله عز وَجل يَوْم الْقِيَامَة
لفظ ابْن حبَان وَلَفظ الْبَزَّار وَأما رميك الْجمار فلك بِكُل حَصَاة رميتها تَكْفِير كَبِيرَة من الموبقات
وَتقدم فِي حَدِيث عبَادَة بن الصَّامِت وَأما رميك الْجمار قَالَ الله عز وَجل {فَلَا}
{تعلم نفس مَا أُخْفِي لَهُم من قُرَّة أعين جَزَاء بِمَا كَانُوا يعْملُونَ} السَّجْدَة 71
1813- وَعَن ابْن عمر رَضِي الله عَنْهُمَا أَن رجلا سَأَلَ النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم عَن رمي الْجمار مَا لنا فِيهِ فَسَمعته يَقُول تَجِد ذَلِك عِنْد رَبك أحْوج مَا تكون إِلَيْهِ

رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْأَوْسَط وَالْكَبِير من رِوَايَة الْحجَّاج بن أَرْطَأَة
وَتقدم فِي حَدِيث أنس رَضِي الله عَنهُ وَأما رميك الْجمار فَإِنَّهُ مذخور لَك عِنْد رَبك أحْوج مَا تكون إِلَيْهِ
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ১৮১৩ | মুসলিম বাংলা