আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
১১. অধ্যায়ঃ হজ্জ
হাদীস নং: ১৮০৯
অধ্যায়ঃ হজ্জ
আরাফা ও মুযদালিফায় অবস্থান করার প্রতি উৎসাহ দান ও আরাফা দিবসের ফযীলত প্রসঙ্গ
১৮০৯. হযরত ইবন আব্বাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ্ ﷺ -কে বলতে শুনেছি যে, মুযদালিফায় অবস্থানকারীগণ যদি জানত যে, তারা কার নিকট অবতরণ করেছে, তবে তারা অবশ্যই মাগফিরাত লাভ ও কৃপা ধন্য হওয়াতে আনন্দিত হতো।
(হাদীসটি তাবারানী ও বায়হাকী বর্ণনা করেছেন।)
(হাদীসটি তাবারানী ও বায়হাকী বর্ণনা করেছেন।)
كتاب الْحَج
التَّرْغِيب فِي الْوُقُوف بِعَرَفَة والمزدلفة وَفضل يَوْم عَرَفَة
1809- وَرُوِيَ عَن ابْن عَبَّاس رَضِي الله عَنْهُمَا قَالَ سَمِعت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَقُول لَو يعلم أهل الْجمع بِمن حلوا لاستبشروا بِالْفَضْلِ بعد الْمَغْفِرَة
رَوَاهُ الطَّبَرَانِيّ وَالْبَيْهَقِيّ
رَوَاهُ الطَّبَرَانِيّ وَالْبَيْهَقِيّ