আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
১১. অধ্যায়ঃ হজ্জ
হাদীস নং: ১৮০৮
অধ্যায়ঃ হজ্জ
আরাফা ও মুযদালিফায় অবস্থান করার প্রতি উৎসাহ দান ও আরাফা দিবসের ফযীলত প্রসঙ্গ
১৮০৮. আবুশ শায়খ ইবন হিব্বান তাঁর 'কিতাবুস সওয়াবে' এবং বায়হাকী এটি হযরত ফযল ইব্ন আব্বাস (রা) সূত্রে রাসূলুল্লাহ্ ﷺ থেকে এভাবে সংক্ষেপে বর্ণনা করেছেন: আরাফার দিনে যে ব্যক্তি জিহ্বা, কান ও চোখের হিফাযত করবে, আরাফা দিবস থেকে পরবর্তী আরাফা পর্যন্ত তার গুনাহরাশি ক্ষমা করে দেয়া হবে।
كتاب الْحَج
التَّرْغِيب فِي الْوُقُوف بِعَرَفَة والمزدلفة وَفضل يَوْم عَرَفَة
1808- وَرَوَاهُ أَبُو الشَّيْخ ابْن حبَان فِي كتاب الثَّوَاب وَالْبَيْهَقِيّ أَيْضا عَن الْفضل بن الْعَبَّاس عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم مُخْتَصرا قَالَ من حفظ لِسَانه وسَمعه وبصره يَوْم عَرَفَة غفر لَهُ من عَرَفَة إِلَى عَرَفَة