আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
১১. অধ্যায়ঃ হজ্জ
হাদীস নং: ১৮০৩
অধ্যায়ঃ হজ্জ
আরাফা ও মুযদালিফায় অবস্থান করার প্রতি উৎসাহ দান ও আরাফা দিবসের ফযীলত প্রসঙ্গ
১৮০৩. ইবনুল মুবারক (র) সুফয়ান সাওরী থেকে, তিনি হযরত যুবায়র ইবন আদী থেকে তিনি হযরত আনাস ইবন মালিক (রা) থেকে বর্ণনা করেন। হযরত আনাস বলেন, রাসুলুল্লাহ ﷺ আরাফাতে অবস্থান করলেন। সূর্য যখন অস্তমিত প্রায়, তখন তিনি বললেন, হে বিলাল। লোকদেরকে আমার কথা শোনার জন্য চুপ করতে বল। বিলাল তখন দাঁড়ালেন এবং বললেন, তোমরা রাসূলুল্লাহ্ ﷺ -এর কথা শোনার জন্য চুপ কর। লোকগণ চুপ হয়ে গেল। তিনি বললেন, হে লোক সকল! এইমাত্র জিবরাঈল (আ) আমার কাছে এসে আমার প্রতিপালকের পক্ষ থেকে সালাম বললেন এবং তিনি বললেন যে, মহান আল্লাহ আরাফবাসী ও মুযদালিফায় অবস্থানকারীদেরকে ক্ষমা করে দিয়েছেন এবং তাদের উপর অন্যদের দায়-দাবির দায়িত্ব নিজে গ্রহণ করে নিয়েছেন। তখন হযরত উমর (রা) দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলাল্লাহ! এটা কি শুধু আমাদের জন্যই? রাসূলুল্লাহ্ ﷺ বললেন, এ ব্যাপারটি তোমাদের জন্যও এবং তোমাদের পরে কিয়ামত পর্যন্ত যারা আসবে, তাদের জন্যও। হযরত উমর (রা) তখন বললেন, আল্লাহর মঙ্গল অনেক বেশি ও আনন্দদায়ক হল।
كتاب الْحَج
التَّرْغِيب فِي الْوُقُوف بِعَرَفَة والمزدلفة وَفضل يَوْم عَرَفَة
1803- وروى ابْن الْمُبَارك عَن سُفْيَان الثَّوْريّ عَن الزبير بن عدي عَن أنس بن مَالك رَضِي
الله عَنهُ قَالَ وقف النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم بِعَرَفَات وَقد كَادَت الشَّمْس أَن تؤوب فَقَالَ يَا بِلَال أنصت لي النَّاس فَقَامَ بِلَال فَقَالَ أَنْصتُوا لرَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم فأنصت النَّاس فَقَالَ معشر النَّاس أَتَانِي جِبْرَائِيل عَلَيْهِ السَّلَام آنِفا فأقرأني من رَبِّي السَّلَام وَقَالَ إِن الله عز وَجل غفر لاهل عَرَفَات وَأهل الْمشعر وَضمن عَنْهُم التَّبعَات فَقَامَ عمر بن الْخطاب رَضِي الله عَنهُ فَقَالَ يَا رَسُول الله هَذَا لنا خَاصَّة قَالَ هَذَا لكم وَلمن أَتَى من بعدكم إِلَى يَوْم الْقِيَامَة فَقَالَ عمر بن الْخطاب رَضِي الله عَنهُ كثر خير الله وطاب
الله عَنهُ قَالَ وقف النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم بِعَرَفَات وَقد كَادَت الشَّمْس أَن تؤوب فَقَالَ يَا بِلَال أنصت لي النَّاس فَقَامَ بِلَال فَقَالَ أَنْصتُوا لرَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم فأنصت النَّاس فَقَالَ معشر النَّاس أَتَانِي جِبْرَائِيل عَلَيْهِ السَّلَام آنِفا فأقرأني من رَبِّي السَّلَام وَقَالَ إِن الله عز وَجل غفر لاهل عَرَفَات وَأهل الْمشعر وَضمن عَنْهُم التَّبعَات فَقَامَ عمر بن الْخطاب رَضِي الله عَنهُ فَقَالَ يَا رَسُول الله هَذَا لنا خَاصَّة قَالَ هَذَا لكم وَلمن أَتَى من بعدكم إِلَى يَوْم الْقِيَامَة فَقَالَ عمر بن الْخطاب رَضِي الله عَنهُ كثر خير الله وطاب