আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১১. অধ্যায়ঃ হজ্জ

হাদীস নং: ১৭৬৪
অধ্যায়ঃ হজ্জ
তওয়াফ, হাজরে আসওয়াদ ও রুকনে ইয়ামানীকে স্পর্শ করার প্রতি উৎসাহ দান ও দু'টির ফযীলত প্রসঙ্গ, মাকামে ইবরাহীম ও বায়তুল্লাহয় প্রবেশের ফযীলত
১৭৬৪. এ হাদীসটি হাকিমও বর্ণনা করে এর সনদ সহীহ বলে মন্তব্য করেছেন এবং ইবন খুযায়মাও এটি নিম্নোক শব্দমালায় বর্ণনা করেছেন:
হযরত ইবন উমর (রা) বলেন, আমি যদি এরূপ করি তবে তার কারণ হচ্ছে, আমি রাসুলুল্লাহ্ ﷺ -কে বলতে শুনেছি যে, এ দু'টির স্পর্শ গুনাহকে মিটিয়ে দেয়। আমি তাঁকে এও বলতে শুনেছি যে, তওয়াফকারী যখন তওয়াফের সময় পা উঠায় বা নামায়, তখন আল্লাহ্ তার জন্য একটি করে নেকী লিখে দেন, একটি করে গুনাহ মাফ করে দেন এবং একটি করে স্তর বুলন্দ করে দেন। আমি রাসূলুল্লাহ ﷺ -কে এও বলতে শুনেছি যে, যে ব্যক্তি গুণে গুণে সাতবার তওয়াফ করে, তার একটি দাস মুক্তিতুল্য পুণ্য লাভ হয়।
كتاب الْحَج
التَّرْغِيب فِي الطّواف واستلام الْحجر الْأسود والركن الْيَمَانِيّ وَمَا جَاءَ فِي فضلهما وَفضل الْمقَام وَدخُول الْبَيْت
1764- وَرَوَاهُ الْحَاكِم وَقَالَ صَحِيح الْإِسْنَاد وَابْن خُزَيْمَة فِي صَحِيحه وَلَفظه قَالَ إِن أفعل فَإِنِّي سَمِعت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَقُول مسحهما يحط الْخَطَايَا وسمعته يَقُول من طَاف بِالْبَيْتِ لم يرفع قدما وَلم يضع قدما إِلَّا كتب الله لَهُ حَسَنَة وَحط عَنهُ خَطِيئَة وَكتب لَهُ دَرَجَة وسمعته يَقُول من أحصى أسبوعا كَانَ كعتق رَقَبَة
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ১৭৬৪ | মুসলিম বাংলা