আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১১. অধ্যায়ঃ হজ্জ

হাদীস নং: ১৭৬৩
অধ্যায়ঃ হজ্জ
তওয়াফ, হাজরে আসওয়াদ ও রুকনে ইয়ামানীকে স্পর্শ করার প্রতি উৎসাহ দান ও দু'টির ফযীলত প্রসঙ্গ, মাকামে ইবরাহীম ও বায়তুল্লাহয় প্রবেশের ফযীলত
১৭৬৩. হযরত আবদুল্লাহ ইবন উবায়দ ইবন উমায়র (রা) থেকে বর্ণিত যে, তিনি তাঁর পিতাকে হযরত আবদুল্লাহ ইবন উমর (রা)-এর নিকট এ কথা জিজ্ঞেস করতে শুনেছেন যে, আপনাকে তো আমি কেবল হাজরে আসওয়াদ ও রুকনে ইয়ামানীই স্পর্শ করতে দেখি? ইবন উমর তখন বললেন, আমি যে এমনটি করি (তার কারণ হচ্ছে), আমি রাসূলুল্লাহ ﷺ -কে বলতে শুনেছি যে, এ দু'টি স্পর্শ করা দ্বারা পাপরাশি ঝরে যায়। তিনি আরও বলেন, আমি রাসূলুল্লাহ ﷺ -কে এও বলতে শুনেছি যে, কেউ যদি গুণে গুণে সাতবার তওয়াফ করে ও দু'রাকআত সালাত আদায় করে, তবে সে একটি দাসমুক্তির পুণ্য পাবে। হযরত ইবন উমর (রা) বলেন, আমি তাঁকে এও বলতে শুনেছি যে, তওয়াফকারী ব্যক্তি যখন তার পা উপরে উঠায় ও নীচে রাখে, তখন প্রতি কদমে দশটি নেকী লিখা হয়, দশটি গুনাহ মিটিয়ে দেয়া হয় এবং মর্যাদার দশটি যোগান উন্নীত করা হয়।
(হাদীসটি আহমদ উপরোক্ত শব্দমালায় বর্ণনা করেছেন। তিরমিযী এটি নিম্নোক্ত শব্দমালার মাধ্যমে বর্ণনা করেন। আমি রাসূলুল্লাহ্ ﷺ -কে বলতে শুনেছি যে, এ দু'টিকে স্পর্শ করা দ্বারা গুনাহরাশির কাফ্ফারা হয়। আর আমি এও বলতে শুনেছি যে, তওয়াফকারীর প্রতি কদমে আল্লাহ্ একটি গুনাহ মাফ করে দেন এবং একটি নেকী লিখে দেন।
كتاب الْحَج
التَّرْغِيب فِي الطّواف واستلام الْحجر الْأسود والركن الْيَمَانِيّ وَمَا جَاءَ فِي فضلهما وَفضل الْمقَام وَدخُول الْبَيْت
1763- عَن عبد الله بن عبيد بن عُمَيْر رَضِي الله عَنهُ أَنه سمع أَبَاهُ يَقُول لِابْنِ عمر رَضِي الله عَنْهُمَا مَا لي لَا أَرَاك تستلم إِلَّا هذَيْن الرُّكْنَيْنِ الْحجر الْأسود والركن الْيَمَانِيّ فَقَالَ ابْن عمر إِن أفعل فقد سَمِعت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَقُول إِن استلامهما يحط الْخَطَايَا
قَالَ وسمعته يَقُول من طَاف أسبوعا يُحْصِيه وَصلى رَكْعَتَيْنِ كَانَ كَعدْل رَقَبَة
قَالَ وسمعته يَقُول مَا رفع رجل قدما وَلَا وَضعهَا إِلَّا كتب لَهُ عشر حَسَنَات وَحط عَنهُ عشر سيئات وَرفع لَهُ عشر دَرَجَات

رَوَاهُ أَحْمد وَهَذَا لَفظه وَالتِّرْمِذِيّ وَلَفظه إِنِّي سَمِعت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَقُول إِن مسحهما كَفَّارَة للخطايا وسمعته يَقُول لَا يضع قدما وَلَا يرفع أُخْرَى إِلَّا حط الله عَنهُ بهَا خَطِيئَة وَكتب لَهُ بهَا حَسَنَة
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ১৭৬৩ | মুসলিম বাংলা