আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
১১. অধ্যায়ঃ হজ্জ
হাদীস নং: ১৭৫০
অধ্যায়ঃ হজ্জ
আম্বিয়া (আ)-এর অনুকরণে হজ্জ পালনের সময় বিনয় ও দীনতা প্রদর্শন এবং মামুলী পোশাক পরিধানের প্রতি উৎসাহ দান
১৭৫০. ইবন হিব্বানের এক বর্ণনায় রয়েছে যে, রাসূলুল্লাহ ﷺ বলেছেন, কোন হজ্জ আদায়কারী যখন আরাফায় অবস্থান করে, তখন মহান আল্লাহ্ দুনিয়ার আকাশে অবতরণ করেন এবং বলেন, (হে ফিরিশতাগণ)। তোমরা আমার বান্দাদের প্রতি তাকাও, তারা কোমল, এলোকেশী বিক্ষিপ্ত ও সুগন্ধিহীন রুক্ষ অবস্থায় রয়েছে। তোমরা সাক্ষী থাক, 'আমি ওদেরকে মার্জনা করে দিলাম। ওদের পাপরাশি যদি আকাশের বৃষ্টির ফোঁটা অথবা আলিজ-এর বালুকারাশির সমানও হয়।... হাদীসের শেষ পর্যন্ত।
كتاب الْحَج
التَّرْغِيب فِي التَّوَاضُع فِي الْحَج والتبذل وَلبس الدون من الثِّيَاب اقْتِدَاء بالأنبياء عَلَيْهِم الصَّلَاة وَالسَّلَام
1750- وَفِي رِوَايَة ابْن حبَان قَالَ فَإِذا وقف بِعَرَفَة فَإِن الله عز وَجل ينزل إِلَى السَّمَاء الدُّنْيَا فَيَقُول انْظُرُوا إِلَى عبَادي شعثا غبرا اشْهَدُوا أَنِّي قد غفرت لَهُم ذنوبهم وَإِن كَانَت عدد قطر السَّمَاء وَرمل عالج
الحَدِيث
الحَدِيث