আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১১. অধ্যায়ঃ হজ্জ

হাদীস নং: ১৭৪৯
অধ্যায়ঃ হজ্জ
আম্বিয়া (আ)-এর অনুকরণে হজ্জ পালনের সময় বিনয় ও দীনতা প্রদর্শন এবং মামুলী পোশাক পরিধানের প্রতি উৎসাহ দান
১৭৪৯. হযরত ইবন উমর (রা) থেকে ইতিপূর্বে বর্ণিত হয়েছে যে, রাসুলুল্লাহ ﷺ বলেছেনঃ তোমার আরাফার অপরাহ্নে অবস্থানটি এমন মর্যাদাপূর্ণ যে, আল্লাহ্ তা'আলা তখন পৃথিবীর আকাশে নেমে আসেন এবং তোমাদেরকে নিয়ে ফিরিশতাদের সাথে গর্ব করে বলেনঃ আমার বান্দাগণ এলোকেশী বেশে দূর-দূরান্ত থেকে আমার জান্নাতের আশায় এসেছে। তোমাদের গুনাহ যদি বালুকারাশির অথবা বৃষ্টি ফোঁটার মত (অসংখ্য) হয় অথবা সাগরের ফেনাতুল্য (সীমাহীন)-ও হয়, তবুও আমি তোমাদেরকে মার্জনা করে দিব। যে আমার বান্দাগণ! তোমরা এবং তোমরা যাদের জন্য সুপারিশ করেছ, সবাই ক্ষমাপ্রাপ্ত অবস্থায় ফিরে যাও.... হাদীসরে শেষ পর্যন্ত।
كتاب الْحَج
التَّرْغِيب فِي التَّوَاضُع فِي الْحَج والتبذل وَلبس الدون من الثِّيَاب اقْتِدَاء بالأنبياء عَلَيْهِم الصَّلَاة وَالسَّلَام
1749- وَتقدم فِي حَدِيث ابْن عمر وَأما وقوفك عَشِيَّة عَرَفَة فَإِن الله يهْبط إِلَى سَمَاء الدُّنْيَا فيباهي بكم الْمَلَائِكَة يَقُول عبَادي جاؤوني شعثا من كل فج عميق يرجون جنتي فَلَو كَانَت ذنوبكم كعدد الرمل أَو كقطر الْمَطَر أَو كزبد الْبَحْر لغفرتها أفيضوا عبَادي مغفورا لكم وَلمن شفعتم لَهُ
الحَدِيث
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ১৭৪৯ | মুসলিম বাংলা