আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
১১. অধ্যায়ঃ হজ্জ
হাদীস নং: ১৭৪২
অধ্যায়ঃ হজ্জ
আম্বিয়া (আ)-এর অনুকরণে হজ্জ পালনের সময় বিনয় ও দীনতা প্রদর্শন এবং মামুলী পোশাক পরিধানের প্রতি উৎসাহ দান
১৭৪২. এ হাদীসটি হাকিমও মুসলিমের শর্তের ভিত্তিতে বর্ণনা করেছেন। তাঁদের শব্দমালা হচ্ছে এই। রাসূলুল্লাহ ﷺ আয্রাক উপত্যকায় আসলেন। তিনি বললেন, এটি কি? লোকেরা বলল, এটি আয্রাক উপত্যকা। তখন তিনি বললেন, আমি যেন মুসা (আ)-কে দেখছি যে, তিনি উচ্চৈস্বরে আল্লাহু আকবর বলতে বলতে এই উপত্যকায় অবতরণ করছেন। অতঃপর তিনি একটি গিরিপথের কাছে আসলেন। তিনি বললেন, আমি যেন ইউনুস (আ)-কে একটি লাল সুঠামদেহী উষ্ট্রীর উপর দেখতে পাচ্ছি। এর লাগামটি হচ্ছে খেজুর বৃক্ষের আঁশের তৈরি। তিনি তালবিয়া পাঠ করে যাচ্ছেন আর তাঁর গায়ে একটি পশমী, জুব্বা।
كتاب الْحَج
التَّرْغِيب فِي التَّوَاضُع فِي الْحَج والتبذل وَلبس الدون من الثِّيَاب اقْتِدَاء بالأنبياء عَلَيْهِم الصَّلَاة وَالسَّلَام
1742- وَرَوَاهُ الْحَاكِم بِإِسْنَاد على شَرط مُسلم وَلَفظه أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم أَتَى على وَادي الْأَزْرَق فَقَالَ مَا هَذَا قَالُوا وَادي الْأَزْرَق فَقَالَ كَأَنِّي أنظر إِلَى مُوسَى عَلَيْهِ السَّلَام
مهبطا لَهُ جؤار إِلَى الله بِالتَّكْبِيرِ ثمَّ أَتَى على ثنية فَقَالَ كَأَنِّي أنظر إِلَى يُونُس عَلَيْهِ السَّلَام على نَاقَة حَمْرَاء جعدة خطامها لِيف وَهُوَ يُلَبِّي وَعَلِيهِ جُبَّة صوف
مهبطا لَهُ جؤار إِلَى الله بِالتَّكْبِيرِ ثمَّ أَتَى على ثنية فَقَالَ كَأَنِّي أنظر إِلَى يُونُس عَلَيْهِ السَّلَام على نَاقَة حَمْرَاء جعدة خطامها لِيف وَهُوَ يُلَبِّي وَعَلِيهِ جُبَّة صوف