আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১১. অধ্যায়ঃ হজ্জ

হাদীস নং: ১৬৮৫
অধ্যায়ঃ হজ্জ
অধ্যায়: হজ্জ
হজ্জ ও উমরার প্রতি উৎসাহ দান এবং এগুলো আদায় করতে বের হয়ে যারা মারা যায় তাদের প্রসঙ্গ
১৬৮৫. হযরত আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ ﷺ-কে জিজ্ঞেস করা হল যে, কোন আমলটি সর্বোত্তম? তিনি বললেন, আল্লাহ ও তাঁর রাসূলের প্রতি ঈমান পোষণ। আবার জিজ্ঞেস করা হল, তারপর কোনটি? তিনি বললেন, আল্লাহর পথে জিহাদ। আবার জিজ্ঞেস করা হল, তারপর কোনটি? তিনি বললেন, মকবুল হজ্জ।
(হাদীসটি বুখারী ও মুসলিম বর্ণনা করেছেন। ইবন হিব্বানও তাঁর 'সহীহ' গ্রন্থে এটি এভাবে বর্ণনা করেছেন। রাসূলুল্লাহ বলেছেন, আল্লাহর নিকট সর্বোত্তম আমল হচ্ছে এমন ঈমান যাতে কোন সংশয় নেই, এমন জিহাদ যাতে কোন খিয়ানত নেই আর এমন হজ্জ যাতে কোন গুনাহর সংমিশ্রণ নেই। হযরত আবূ হুরায়রা (রা.) বলেন, মাবরূর হজ্জ এক বছরের গুনাহর কাফ্ফারা হয়ে যায়।
মাবরুর ঐ হজ্জকে বলা হয় যাতে কোন গুনাহ সংঘটিত হয় না। এ প্রসঙ্গে হযরত জাবির (রা) থেকে একটি মারফু' হাদীস বর্ণিত হয়েছে। মাবরূর হজ্জের নিদর্শন হল লোকদের আপ্যায়ন করা ও নম্রভাবে কথা বলা। কারো কারো বর্ণনায় এসেছে, আপ্যায়ন ও সালামের প্রসার ঘটানো। হাদীসটি সামনেও আসবে।)
كتاب الْحَج
كتاب الْحَج
التَّرْغِيب فِي الْحَج وَالْعمْرَة وَمَا جَاءَ فِيمَن خرج يقصدهما فَمَاتَ
1685- عَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ قَالَ سُئِلَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم أَي الْعَمَل أفضل قَالَ إِيمَان بِاللَّه وَرَسُوله
قيل ثمَّ مَاذَا قَالَ الْجِهَاد فِي سَبِيل الله
قيل ثمَّ مَاذَا قَالَ حج مبرور

رَوَاهُ البُخَارِيّ وَمُسلم
وَرَوَاهُ ابْن حبَان فِي صَحِيحه وَلَفظه قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم أفضل الْأَعْمَال عِنْد الله تَعَالَى إِيمَان لَا شكّ فِيهِ وغزو لَا غلُول فِيهِ وَحج مبرور
قَالَ أَبُو هُرَيْرَة حجَّة مبرورة تكفر خَطَايَا سنة
المبرور قيل هُوَ الَّذِي لَا يَقع فِيهِ مَعْصِيّة وَقد جَاءَ من حَدِيث جَابر مَرْفُوعا إِن بر الْحَج إطْعَام الطَّعَام وَطيب الْكَلَام وَعند بَعضهم إطْعَام الطَّعَام وإفشاء السَّلَام
وَسَيَأْتِي
tahqiqতাহকীক:তাহকীক চলমান