আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
৯. অধ্যায়ঃ রোযা
হাদীস নং: ১৬৪৪
অধ্যায়ঃ রোযা
রোযাদারকে আহার্যদানের প্রতি উৎসাহ প্রদান
১৬৪৪. হযরত যায়দ ইবন খালিদ জুহানী (রা) সূত্রে নবী করীম ﷺ থেকে বর্ণিত। তিনি বলেন । যে ব্যক্তি কোন রোযাদারকে ইফতার করাল, সে রোযাদারের সমান পুণ্য লাভ করবে। অথচ তাতে রোযাদারের পুণ্য মোটেও কমবে না।
(হাদীসটি তিরমিযী, নাসাঈ, ইবন মাজাহ এবং ইবন খুযায়মা ও ইবন হিব্বান তাঁদের নিজ নিজ 'সহীহ' গ্রন্থে বর্ণনা করেছেন। তিরমিযী বলেন, হাদীসটি সহীহ। ইবন খুযায়মা ও নাসাঈর ভাষ্যটি নিম্নরূপ: যে ব্যক্তি কোন মুজাহিদকে (জিহাদের উপরকরণ দিয়ে) অথবা কোন হাজীকে সজ্জিত করে দিল* অথবা তাদের অনুপস্থিতিতে তাদের পরিবার-পরিজনের দেখাশুনা করল, অথবা কোন রোযাদারকে ইফতার করাল, সে তাদের সমপরিমাণ পুণ্য লাভ করবে। অথচ তাদের পুণ্য তাতে মোটেও কমবে না।
* প্রয়োজনীয় দ্রব্যসামগ্রী দিয়ে তাকে সাহায্য করল।
(হাদীসটি তিরমিযী, নাসাঈ, ইবন মাজাহ এবং ইবন খুযায়মা ও ইবন হিব্বান তাঁদের নিজ নিজ 'সহীহ' গ্রন্থে বর্ণনা করেছেন। তিরমিযী বলেন, হাদীসটি সহীহ। ইবন খুযায়মা ও নাসাঈর ভাষ্যটি নিম্নরূপ: যে ব্যক্তি কোন মুজাহিদকে (জিহাদের উপরকরণ দিয়ে) অথবা কোন হাজীকে সজ্জিত করে দিল* অথবা তাদের অনুপস্থিতিতে তাদের পরিবার-পরিজনের দেখাশুনা করল, অথবা কোন রোযাদারকে ইফতার করাল, সে তাদের সমপরিমাণ পুণ্য লাভ করবে। অথচ তাদের পুণ্য তাতে মোটেও কমবে না।
* প্রয়োজনীয় দ্রব্যসামগ্রী দিয়ে তাকে সাহায্য করল।
كتاب الصَّوْم
التَّرْغِيب فِي إطْعَام الطَّعَام
1644- عَن زيد بن خَالِد الْجُهَنِيّ رَضِي الله عَنهُ عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ من فطر صَائِما كَانَ لَهُ مثل أجره غير أَنه لَا ينقص من أجر الصَّائِم شَيْء
رَوَاهُ التِّرْمِذِيّ وَالنَّسَائِيّ وَابْن مَاجَه وَابْن خُزَيْمَة وَابْن حبَان فِي صَحِيحَيْهِمَا وَقَالَ التِّرْمِذِيّ حَدِيث صَحِيح
وَلَفظ ابْن خُزَيْمَة وَالنَّسَائِيّ من جهز غازيا أَو جهز حَاجا أَو خَلفه فِي أَهله أَو فطر صَائِما كَانَ لَهُ مثل أُجُورهم من غير أَن ينقص من أُجُورهم شَيْء
رَوَاهُ التِّرْمِذِيّ وَالنَّسَائِيّ وَابْن مَاجَه وَابْن خُزَيْمَة وَابْن حبَان فِي صَحِيحَيْهِمَا وَقَالَ التِّرْمِذِيّ حَدِيث صَحِيح
وَلَفظ ابْن خُزَيْمَة وَالنَّسَائِيّ من جهز غازيا أَو جهز حَاجا أَو خَلفه فِي أَهله أَو فطر صَائِما كَانَ لَهُ مثل أُجُورهم من غير أَن ينقص من أُجُورهم شَيْء