আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
৯. অধ্যায়ঃ রোযা
হাদীস নং: ১৬৪২
অধ্যায়ঃ রোযা
খুরমা দ্বারা ইফতার করার প্রতি উৎসাহ প্রদান, তা পাওয়া না গেলে পানি দ্বারাই ইফতার সেরে ফেলা
১৬৪২. হযরত আবু ইয়ালা বর্ণনা করেন যে, আনাস (রা) বলেছেন: রাসূলুল্লাহ্ ﷺ তিনটি খুরমা দিয়ে ইফতার করতে ভালবাসতেন। অথবা এমন জিনিস দিয়ে যাকে আগুন স্পর্শ করেনি।
كتاب الصَّوْم
التَّرْغِيب فِي الْفطر على التَّمْر فَإِن لم يجد فعلى المَاء
1642- وَرَوَاهُ أَبُو يعلى قَالَ كَانَ النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم يحب أَن يفْطر على ثَلَاث تمرات أَو شَيْء لم تصبه النَّار