আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
৯. অধ্যায়ঃ রোযা
হাদীস নং: ১৬৪১
অধ্যায়ঃ রোযা
খুরমা দ্বারা ইফতার করার প্রতি উৎসাহ প্রদান, তা পাওয়া না গেলে পানি দ্বারাই ইফতার সেরে ফেলা
১৬৪১. হযরত আনাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন: রাসূলুল্লাহ ﷺ মাগরিবের নামাযের পূর্বে টাটকা খেজুর দিয়ে ইফতার করতেন। তা পাওয়া না গেলে খুরমা দিয়ে। আর যদি তাও না পেতেন তবে কয়েক চুমুক পানি পান করে নিতেন।
(হাদীসটি আবু দাউদ ও তিরমিযী বর্ণনা করেছেন। তিরমিযী বলেন, হাদীসটি হাসান।)
(হাদীসটি আবু দাউদ ও তিরমিযী বর্ণনা করেছেন। তিরমিযী বলেন, হাদীসটি হাসান।)
كتاب الصَّوْم
التَّرْغِيب فِي الْفطر على التَّمْر فَإِن لم يجد فعلى المَاء
1641- وَعَن أنس رَضِي الله عَنهُ قَالَ كَانَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يفْطر قبل أَن يُصَلِّي على رطبات فَإِن لم تكن رطبات فتمرات فَإِن لم تكن حسا حسوات من مَاء
رَوَاهُ أَبُو دَاوُد وَالتِّرْمِذِيّ وَقَالَ حَدِيث حسن
رَوَاهُ أَبُو دَاوُد وَالتِّرْمِذِيّ وَقَالَ حَدِيث حسن
হাদীসের ব্যাখ্যা:
ব্যাখ্যা দেখুন ১৬৪০ নং হাদীসে
.