আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৯. অধ্যায়ঃ রোযা

হাদীস নং: ১৫৮৭
বুধ, বৃহস্পতি, শুক্র, শনি ও রবিবারের রোযার প্রতি উৎসাহ দান এবং শুধু শুক্রবার অথবা শনিবারে রোযা রাখার নিষিদ্ধতা প্রসঙ্গে
১৫৮৭. হযরত উবায়দুল্লাহ ইবন মুসলিম কুরাশী সূত্রে তাঁর পিতা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসুলুল্লাহ ﷺ -কে জিজ্ঞেস করেছিলাম অথবা তাঁকে সারা বছর রোযা রাখার ব্যাপারে জিজ্ঞেস করা হয়েছিল। তিনি বলেছিলেন, সারা বছর রোযা রেখো না। কেননা তোমার পরিবার-পরিজনের তোমার উপর হক রয়েছে। রমযানে ও তৎপরবর্তী মাসে রোযা রাখ। আর প্রতি বুধ ও বৃহস্পতিবার। এরূপ করতে পারলে তোমার সারা বছর রোযাও হয়ে গেল এবং রোযাবিহীন অবস্থায়ও কেটে গেল।
(হাদীসটি আবু দাউদ, নাসাঈ ও তিরমিযী বর্ণনা করেছেন। তিরমিযী বলেন, হাদীসটি হাসান-গরীব।)
التَّرْغِيب فِي صَوْم الْأَرْبَعَاء وَالْخَمِيس وَالْجُمُعَة والسبت والأحد وَمَا جَاءَ فِي النَّهْي عَن تَخْصِيص الْجُمُعَة بِالصَّوْمِ أَو السبت
1587- وَعَن عبيد الله بن مُسلم الْقرشِي عَن أَبِيه قَالَ سَأَلت أَو سُئِلَ النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم عَن صِيَام الدَّهْر فَقَالَ لَا إِن لاهلك عَلَيْك حَقًا صم رَمَضَان وَالَّذِي يَلِيهِ وكل أربعاء وخميس فَإِذن أَنْت قد صمت الدَّهْر وَأَفْطَرت

رَوَاهُ أَبُو دَاوُد وَالنَّسَائِيّ وَالتِّرْمِذِيّ وَقَالَ حَدِيث حسن غَرِيب
قَالَ المملي عبد الْعَظِيم رَضِي الله عَنهُ وَرُوَاته ثِقَات
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ১৫৮৭ | মুসলিম বাংলা