আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
৯. অধ্যায়ঃ রোযা
হাদীস নং: ১৫৭৪
প্রতি মাসে তিন দিন, বিশেষত আইয়ামে বীয-এর রোযার প্রতি উৎসাহ দান প্রসঙ্গ
১৫৭৪. হয়বত জারীর (রা) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ ﷺ বলেছেন: প্রত্যক মাসে তিন দিন রোযা পালন সারা বছর রোযা রাখার সমান। আইয়ামে বীয হল: ১৩, ১৪ ও ১৫ তারিখের প্রভাত'।
(হাদীসটি নাসাঈ উত্তম সনদে বর্ণনা করেছেন। বায়হাকীও এটি বর্ণনা করেন।)
(হাদীসটি নাসাঈ উত্তম সনদে বর্ণনা করেছেন। বায়হাকীও এটি বর্ণনা করেন।)
التَّرْغِيب فِي صَوْم شعْبَان وَمَا جَاءَ فِي صِيَام النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم لَهُ وَفضل لَيْلَة نصفه
1574- وَعَن جرير رَضِي الله عَنهُ عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ صِيَام ثَلَاثَة أَيَّام من كل شهر صِيَام الدَّهْر أَيَّام الْبيض صَبِيحَة ثَلَاث عشرَة وَأَرْبع عشرَة وَخمْس عشرَة
رَوَاهُ النَّسَائِيّ بِإِسْنَاد جيد وَالْبَيْهَقِيّ
رَوَاهُ النَّسَائِيّ بِإِسْنَاد جيد وَالْبَيْهَقِيّ
