আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৯. অধ্যায়ঃ রোযা

হাদীস নং: ১৫৭৩
প্রতি মাসে তিন দিন, বিশেষত আইয়ামে বীয-এর রোযার প্রতি উৎসাহ দান প্রসঙ্গ
১৫৭৩. হযরত আব্দুল্লাহ ইবন কুদামা ইব্‌ন মিলহান তাঁর পিতা হযরত কুদামা (রা) থেকে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ্ ﷺ আমাদেরকে আইয়ামে বীযের রোযা রাখতে নির্দেশ দিতেন। আইয়ামে বীয হলঃ (চন্দ্র মাসের) ১৩, ১৪ ও ১৫. তারিখ। বর্ণনাকারী বলেন, রাসূলুল্লাহ ﷺ বলেছেন। এতে সারা বছরের রোযা হয়ে যায়।
(হাদীসটি আবু দাউদ ও নাস্যাট বর্ণনা করেছেন। নাসাটির বর্ণনাটি নিম্নরূপঃ রাসূলুল্লাহ এটি আমাদেরকে আইয়ামে বীযের তিনটি রোযা রাখতে নির্দেশ দিতেন এবং তিনি বলতেন, এগুলো পূর্ণ মাসের রোখার সমান।।
এ সংকলক বলেন।। নাসাঈর বর্ণনায় রাবীর নাম আবদুল মালিক ইবন কুদামা উল্লিখিত হয়েছে; কিন্তু শুদ্ধ নামটি হবে কাতাদা। যেমন আবু দাউদ ও ইবন মাজায় এসেছে। নাসাঈর এক বর্ণনায় ও ইবন মাজাহর বর্ণনায় আবদুল মালিক ইব্‌ন মিনহাল তাঁর পিতা থেকেও উল্লিখিত হয়েছে।)
التَّرْغِيب فِي صَوْم شعْبَان وَمَا جَاءَ فِي صِيَام النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم لَهُ وَفضل لَيْلَة نصفه
1573- وَعَن عبد الله بن قدامَة بن ملْحَان عَن أَبِيه رَضِي الله عَنهُ قَالَ كَانَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَأْمُرنَا بصيام أَيَّام الْبيض ثَلَاث عشرَة وَأَرْبع عشرَة وَخمْس عشرَة
قَالَ وَقَالَ صلى الله عَلَيْهِ وَسلم وَهُوَ كَهَيئَةِ الدَّهْر

رَوَاهُ أَبُو دَاوُد وَالنَّسَائِيّ وَلَفظه إِن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم كَانَ يَأْمُرنَا بِهَذِهِ الْأَيَّام الثَّلَاث الْبيض وَيَقُول هن صِيَام الشَّهْر
قَالَ المملي رَضِي الله عَنهُ هَكَذَا وَقع فِي النَّسَائِيّ عبد الْملك بن قدامَة وَصَوَابه قَتَادَة كَمَا جَاءَ فِي أبي دَاوُد وَابْن مَاجَه وَجَاء فِي النَّسَائِيّ وَابْن مَاجَه أَيْضا عبد الْملك بن الْمنْهَال عَن أَبِيه
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ১৫৭৩ | মুসলিম বাংলা