আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৯. অধ্যায়ঃ রোযা

হাদীস নং: ১৫৫৫
শাবানের রোযার প্রতি উৎসাহ প্রদান, এ মাসে নবী করীম ﷺ -এর রোযা পালন ও মধ্য শাবানের রাত্রির ফযীলত প্রসঙ্গ
১৫৫৫. হযরত আয়েশা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, এক রাতে রাসূলুল্লাহ্ ﷺ নিদ্রা থেকে উঠলেন ও নামায পড়তে লাগলেন। তিনি নামাযের সিজদাকে এত দীর্ঘায়িত করলেন যে, আমার ধারণা হয়ে গেল, তিনি বুঝি ইন্তিকাল করে গিয়েছেন। আমি যখন এ অবস্থা দেখলাম, তখন উঠে গিয়ে তাঁর বৃদ্ধাঙ্গুলিকে নাড়া দিলাম। তখন এটি একটু নড়চড়া করল। আমি তখন ফিরে আসলাম। তাঁকে সিজদা অবস্থায় এই দু'আ পড়তে শুনলামঃ
أعوذُ بِعَغُوكَ مِنْ عِقابِكَ، وَأَعوذ برضاك من سخطك، وأعوذ بكَ مِنْكَ إِلَيْكَ لَا أَحْصي ثناء عليك أنت كما أثنيت على نفسك

অর্থঃ "আমি তোমার শাস্তি থেকে ক্ষমার আশ্রয় চাই, তোমার অসন্তুষ্টি থেকে সন্তুষ্টির আশ্রয় চাই, তোমার ক্রোধ থেকে দয়ার আশ্রয় চাই। আমি তোমার প্রশংসা করে শেষ করতে পারব না। তুমি তেমনই, যেমন তুমি নিজের প্রশংসা করেছ।"
তিনি যখন সিজদা থেকে মাথা উঠালেন ও নামায শেষ করলেন, তখন বললেন, হে আয়েশা অথবা হে হুমায়রা। তুমি কি ধারণা করেছ যে, নবী করীম ﷺ তোমার হক নষ্ট করেছেন? আমি বললাম, জ্বী না, ইয়া রাসূলাল্লাহ। আল্লাহর শপথ। তবে আমি আপনার দীর্ঘ সিজদা দেখে আপনার মৃত্যু হয়ে গেল নাকি, এ আশংকা করছিলাম। তিনি বললেন, তুমি কি জান এটি কোন রাত? আমি বললাম, আল্লাহ ও তাঁর রাসূলই ভাল জানেন। তিনি বললেন, এটি হল মধ্য শা'বানের রজনী। মহান আল্লাহ্ মধ্য শা'বানের রজনীতে তাঁর বান্দাদের প্রতি বিশেষ দৃষ্টি দেন এবং ক্ষমা প্রার্থনাকারীদেরকে ক্ষমা করে দেন, অনুগ্রহপ্রার্থীদের প্রতি অনুগ্রহ করেন এবং হিংসুকদেরকে তাদের অবস্থার উপরই ছেড়ে দেন।
(হাদীসটি বায়হাকী আলা ইবনুল হারিস সূত্রে আয়েশা থেকে বর্ণনা করেছেন। বায়হাকী বলেন, এটি একটি উত্তম মুরসাল হাদীস। এর অর্থ দাঁড়াচ্ছে এই যে, আলা আয়েশা থেকে এ হাদীসটি শোনেন নাই। আল্লাহই সর্বজ্ঞ।)
التَّرْغِيب فِي صَوْم شعْبَان وَمَا جَاءَ فِي صِيَام النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم لَهُ وَفضل لَيْلَة نصفه
1555- وَعَن عَائِشَة رَضِي الله عَنْهَا قَالَت قَامَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم من اللَّيْل فصلى فَأطَال
السُّجُود حَتَّى ظَنَنْت أَنه قد قبض فَلَمَّا رَأَيْت ذَلِك قُمْت حَتَّى حركت إبهامه فَتحَرك فَرَجَعت فَسَمعته يَقُول فِي سُجُوده أعوذ بعفوك من عقابك وَأَعُوذ برضاك من سخطك وَأَعُوذ بك مِنْك إِلَيْك لَا أحصي ثَنَاء عَلَيْك أَنْت كَمَا أثنيت على نَفسك فَلَمَّا رفع رَأسه من السُّجُود وَفرغ من صلَاته قَالَ يَا عَائِشَة أَو يَا حميراء أظننت أَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قد خاس بك قلت لَا وَالله يَا رَسُول الله وَلَكِنِّي ظَنَنْت أَنَّك قبضت لطول سجودك فَقَالَ أَتَدْرِينَ أَي لَيْلَة هَذِه
قلت الله وَرَسُوله أعلم
قَالَ هَذِه لَيْلَة النّصْف من شعْبَان إِن الله عز وَجل يطلع على عباده فِي لَيْلَة النّصْف من شعْبَان فَيغْفر للمستغفرين وَيرْحَم المسترحمين وَيُؤَخر أهل الحقد كَمَا هم

رَوَاهُ الْبَيْهَقِيّ من طَرِيق الْعَلَاء بن الْحَارِث عَنْهَا وَقَالَ هَذَا مُرْسل جيد يَعْنِي أَن الْعَلَاء لم يسمع من عَائِشَة وَالله سُبْحَانَهُ أعلم
يُقَال خاس بِهِ إِذا غدره وَلم يوفه حَقه وَمعنى الحَدِيث أظننت أنني غدرت بك وَذَهَبت فِي ليلتك إِلَى غَيْرك وَهُوَ بِالْخَاءِ الْمُعْجَمَة وَالسِّين الْمُهْملَة
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ১৫৫৫ | মুসলিম বাংলা