আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
৯. অধ্যায়ঃ রোযা
হাদীস নং: ১৫৪২
আশূরার রোযার প্রতি উৎসাহ দান এবং এই দিন পরিবার-পরিজনের জন্য উদার হতে খরচ করা
প্রসঙ্গে
প্রসঙ্গে
১৫৪২. হযরত আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ্ ﷺ বলেছেনঃ যে ব্যক্তি আশূরার দিন আপন পরিবার-পরিজনের জন্য মুক্ত হস্তে ব্যয় করে, আল্লাহ্ পূর্ণ বছর তাকে সচ্ছলতা দান করবেন।
(হাদীসটি বায়হাকী প্রমুখ মুহাদ্দিসগণ বিভিন্ন সূত্রে ও বিভিন্ন সাহাবী থেকে বর্ণনা করেছেন। বায়হাকী বলেনঃ এই সনদসমূহ যদিও দুর্বল, কিন্তু একটি অপরটির পোষকতার কারণে এতে শক্তি সঞ্চারিত হয়েছে। আল্লাহ ভাল জানেন।)
(হাদীসটি বায়হাকী প্রমুখ মুহাদ্দিসগণ বিভিন্ন সূত্রে ও বিভিন্ন সাহাবী থেকে বর্ণনা করেছেন। বায়হাকী বলেনঃ এই সনদসমূহ যদিও দুর্বল, কিন্তু একটি অপরটির পোষকতার কারণে এতে শক্তি সঞ্চারিত হয়েছে। আল্লাহ ভাল জানেন।)
الترغيب في صوم يوم عاشوراء والتوسيع فيه على العيال
1542- وَعَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ من أوسع على عِيَاله وَأَهله يَوْم عَاشُورَاء أوسع الله عَلَيْهِ سَائِر سنته
رَوَاهُ الْبَيْهَقِيّ وَغَيره من طرق وَعَن جمَاعَة من الصَّحَابَة وَقَالَ الْبَيْهَقِيّ هَذِه الْأَسَانِيد وَإِن كَانَت ضَعِيفَة فَهِيَ إِذْ ضم بَعْضهَا إِلَى بعض أخذت قُوَّة وَالله أعلم
رَوَاهُ الْبَيْهَقِيّ وَغَيره من طرق وَعَن جمَاعَة من الصَّحَابَة وَقَالَ الْبَيْهَقِيّ هَذِه الْأَسَانِيد وَإِن كَانَت ضَعِيفَة فَهِيَ إِذْ ضم بَعْضهَا إِلَى بعض أخذت قُوَّة وَالله أعلم
