আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৯. অধ্যায়ঃ রোযা

হাদীস নং: ১৫৪১
আশূরার রোযার প্রতি উৎসাহ দান এবং এই দিন পরিবার-পরিজনের জন্য উদার হতে খরচ করা
প্রসঙ্গে
১৫৪১. হযরত আবু সাঈদ খুদরী (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ ﷺ বলেছেন। যে ব্যক্তি আরাফার দিন রোযা রাখে, তার সামনের ও পিছনের এক বছরের গুনাহরাশি মাফ করে দেয় হয়। আর যে ব্যক্তি আশুরার রোযা রাখে, তার এক বছরের গুনাহরাশি মাফ করে দেয়া হয়।
(হাদীসটি তাবারানী হাসান সনদে বর্ণনা করেছেন। এটি আরাফার রোযা প্রসঙ্গে ইতিপূর্বে এসেছে।)
الترغيب في صوم يوم عاشوراء والتوسيع فيه على العيال
1541- وَعَن أبي سعيد الْخُدْرِيّ رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم من صَامَ يَوْم عَرَفَة غفر لَهُ سنة أَمَامه وَسنة خَلفه وَمن صَامَ عَاشُورَاء غفر لَهُ سنة

رَوَاهُ الطَّبَرَانِيّ بِإِسْنَاد حسن وَتقدم
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ১৫৪১ | মুসলিম বাংলা