আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
৯. অধ্যায়ঃ রোযা
হাদীস নং: ১৫২৭
আরাফার বাইরে অবস্থানকারীদের জন্য আরাফার রোযার প্রতি উৎসাহ প্রদান এবং হজ্জের উদ্দেশ্যে আরাফায় অবস্থানরত ব্যক্তিদের জন্য এর নিষেধাজ্ঞা প্রসঙ্গ
১৫২৭. মাসরূক (রা) থেকে বর্ণিত যে, তিনি একবার আরাফার দিবসে হযরত আয়েশা (রা)-এর কাছে গিয়েছিলেন। সেখানে তিনি বলেছিলেন, আমাকে পানিপান করান। আয়েশা বললেন, হে খাদিম! একে মধুপান করিয়ে দাও। এরপর তিনি বললেন, হে মাসরুক। তুমি কি রোযা রাখনি? তিনি বললেন, আমার আশঙ্কা হচ্ছিল যে, এটি যদি ঈদুল আযহার দিন হয়ে থাকে। আয়েশা বললেন, এমন হবে কেন? আরাফার দিন তো ঐদিন, যখন ইমাম আরাফায় অবস্থান করবে। আর কুরবানীর দিন হল ঐ দিন যেদিন, ইমাম কুরবানী করবে। হে মাসরুক। তুমি কি শোননি যে, রাসূলুল্লাহ (সা) আরাফার দিনকে হাজার দিবসের সমান মনে করতেন?
(হাদীসটি তাবারানী 'আওসাত' নামক কিতাবে হাসান সনদে বর্ণনা করেছেন; বায়হাকীও হাদীসটি বর্ণনা করেছেন।)
(হাদীসটি তাবারানী 'আওসাত' নামক কিতাবে হাসান সনদে বর্ণনা করেছেন; বায়হাকীও হাদীসটি বর্ণনা করেছেন।)
التَّرْغِيب فِي صِيَام يَوْم عَرَفَة لمن لم يكن بهَا وَمَا جَاءَ فِي النَّهْي عَنْهَا لمن كَانَ بهَا حَاجا
1527- وَعَن مَسْرُوق أَنه دخل على عَائِشَة رَضِي الله عَنْهَا يَوْم عَرَفَة فَقَالَ اسقوني فَقَالَت عَائِشَة يَا غُلَام اسْقِهِ عسلا ثمَّ قَالَت وَمَا أَنْت بصائم يَا مَسْرُوق قَالَ لَا إِنِّي أَخَاف أَن يكون يَوْم الْأَضْحَى فَقَالَت عَائِشَة لَيْسَ ذَلِك إِنَّمَا عَرَفَة يَوْم يعرف الإِمَام وَيَوْم النَّحْر يَوْم ينْحَر الإِمَام أوما سَمِعت يَا مَسْرُوق أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم كَانَ يعدله بِأَلف يَوْم
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْأَوْسَط بِإِسْنَاد حسن وَالْبَيْهَقِيّ
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْأَوْسَط بِإِسْنَاد حسن وَالْبَيْهَقِيّ
