আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
৯. অধ্যায়ঃ রোযা
হাদীস নং: ১৫২৬
আরাফার বাইরে অবস্থানকারীদের জন্য আরাফার রোযার প্রতি উৎসাহ প্রদান এবং হজ্জের উদ্দেশ্যে আরাফায় অবস্থানরত ব্যক্তিদের জন্য এর নিষেধাজ্ঞা প্রসঙ্গ
১৫২৬. হযরত আবু সাঈদ খুদরী (রা) থেকে বর্ণিত। তিনি বলেন রাসুলুল্লাহ্ ﷺ বলেছেনঃ যে ব্যক্তি আরাফার দিনের রোযা রাখবে, তার পরবর্তী এক বছর ও পিছনের এক বছরের গুনাহ মাফ করে দেয়া হবে। আর যে ব্যক্তি আশুরার রোযা রাখবে, তার এক বছরের গুনাহ মাফ করে দেয়া হবে।।
(হাদীসটি তাবারানী হাসান সনদে তাঁর 'আওসাত' নামক কিতাবে বর্ণনা করেছেন।)
(হাদীসটি তাবারানী হাসান সনদে তাঁর 'আওসাত' নামক কিতাবে বর্ণনা করেছেন।)
التَّرْغِيب فِي صِيَام يَوْم عَرَفَة لمن لم يكن بهَا وَمَا جَاءَ فِي النَّهْي عَنْهَا لمن كَانَ بهَا حَاجا
1526- وَعَن أبي سعيد الْخُدْرِيّ رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم من صَامَ يَوْم عَرَفَة غفر لَهُ سنة أَمَامه وَسنة خَلفه وَمن صَامَ عَاشُورَاء غفر لَهُ سنة
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْأَوْسَط بِإِسْنَاد حسن
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْأَوْسَط بِإِسْنَاد حسن
