আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৯. অধ্যায়ঃ রোযা

হাদীস নং: ১৫২০
অধ্যায়ঃ রোযা
শাওয়াল মাসের ছয়টি রোযার প্রতি উৎসাহ দান প্রসঙ্গ
১৫২০. হযরত আবু হুরায়রা (রা) সূত্রে নবী করীম ﷺ থেকে বর্ণিত। তিনি বলেছেনঃ যে ব্যক্তি রমযানে রোযা। রাখল, তারপর শাওয়ালে আরও ছয়টি রোযা পালন করল, সে যেন সারা বছরই সাওম পালন করল।
(হাদীসটি বাযযার বর্ণনা করেছেন। বর্ণনার একটি সূত্র বিশুদ্ধ। তাবারানী এটি তাঁর 'আওসাত' নামক কিতাবে সমালোচনাযোগ্য সনদে বর্ণনা করেছেন। তাঁর বর্ণনাটি নিম্নরূপ:
যে ব্যক্তি ঈদুল ফিতরের পর একাধারে ছয়টি রোযা পালন করল, সে যেন পূর্ণ বছর রোযা রাখল।)
كتاب الصَّوْم
التَّرْغِيب فِي صَوْم سِتّ من شَوَّال
1520- وَعَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ من صَامَ رَمَضَان وَأتبعهُ بست من شَوَّال فَكَأَنَّمَا صَامَ الدَّهْر

رَوَاهُ الْبَزَّار وَأحد طرقه عِنْده صَحِيح وَرَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْأَوْسَط بِإِسْنَاد فِيهِ نظر قَالَ من صَامَ سِتَّة أَيَّام بعد الْفطر متتابعة فَكَأَنَّمَا صَامَ السّنة كلهَا
tahqiqতাহকীক:তাহকীক চলমান