আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
৯. অধ্যায়ঃ রোযা
হাদীস নং: ১৪৮৩
অধ্যায়ঃ রোযা
পুণ্যলাভের আশায় রমযানের রোযা পালন ও রমযানের রাতসমূহে বিশেষত লায়লাতুল কদরে
ইবাদতের প্রতি উৎসাহ দান ও এর ফযীলত প্রসঙ্গ
ইবাদতের প্রতি উৎসাহ দান ও এর ফযীলত প্রসঙ্গ
১৪৮৩. হযরত জাবির ইবন আবদুল্লাহ্ (রা) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ ﷺ বলেছেন। আমার উম্মতকে রমযান মাসে পাঁচটি জিনিস দান করা হয়েছে, আমার পূর্ববর্তী কোন নবীকে যা দান করা হয়নি। প্রথমটি এই যে, রমযানের প্রথম রাত্রিতে আল্লাহ্ তা'আলা তাদের প্রতি দৃষ্টিপাত করেন। আর আল্লাহ্ যার প্রতি দৃষ্টি দেন, তিনি তাকে কখনও আযাব দেন না। দ্বিতীয়টি হল, সন্ধ্যাবেলার তাদের মুখের গন্ধ আল্লাহর নিকট মিশকের সুগন্ধির চেয়েও অধিকতর পসন্দনীয়। তৃতীয়ত, ফিরিশতাগণ তাদের জন্য প্রতিদিন ও প্রতিরাত্রে মাগফিরাতের দু'আ করে। চতুর্থত, আল্লাহ তার জান্নাতকে নির্দেশ দেন যে, তুমি আমার বান্দাদের জন্য প্রস্তুত হও এবং সুসজ্জিত হও, অচিরেই আমার বান্দাগণ দুনিয়ার কষ্ট থেকে মুক্তি পেয়ে আমার ঘর ও আমার আতিথেয়তার দিকে ফিরে আসবে। পঞ্চমত, যখন রমযানের শেষ রজনী আসে, তখন তাদের সবাইকে ক্ষমা করে দেয়া হয়।
উপস্থিত লোকদের মধ্য থেকে একজন বলল, এটা কি লায়লাতুল কদর? তিনি বললেন, না। তুমি কি শ্রমিকদেরকে দেখনি যে, তারা যখন কাজ শেষ করে, তখনই তাদেরকে পারিশ্রমিক দেয়া হয়?
(হাদীসটি বায়হাকী বর্ণনা করেছেন, এর সনদটি বিশুদ্ধতার নিকটবর্তী ও পূর্ববর্তীটির চেয়ে উত্তম।)
উপস্থিত লোকদের মধ্য থেকে একজন বলল, এটা কি লায়লাতুল কদর? তিনি বললেন, না। তুমি কি শ্রমিকদেরকে দেখনি যে, তারা যখন কাজ শেষ করে, তখনই তাদেরকে পারিশ্রমিক দেয়া হয়?
(হাদীসটি বায়হাকী বর্ণনা করেছেন, এর সনদটি বিশুদ্ধতার নিকটবর্তী ও পূর্ববর্তীটির চেয়ে উত্তম।)
كتاب الصَّوْم
التَّرْغِيب فِي صِيَام رَمَضَان احتسابا وَقيام ليله سِيمَا لَيْلَة الْقدر وَمَا جَاءَ فِي فَضله
1483- وَعَن جَابر بن عبد الله رَضِي الله عَنْهُمَا أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ أَعْطَيْت أمتِي فِي شهر رَمَضَان خمْسا لم يُعْطهنَّ نَبِي قبلي
أما وَاحِدَة فَإِنَّهُ إِذا كَانَ أول لَيْلَة من شهر رَمَضَان نظر الله عز وَجل إِلَيْهِم وَمن نظر الله إِلَيْهِ لم يعذبه أبدا
وَأما الثَّانِيَة فَإِن خلوف أَفْوَاههم حِين يمسون أطيب عِنْد الله من ريح الْمسك
وَأما الثَّالِثَة فَإِن الْمَلَائِكَة تستغفر لَهُم فِي كل يَوْم وَلَيْلَة
وَأما الرَّابِعَة فَإِن الله عز وَجل يَأْمر جنته فَيَقُول لَهَا استعدي وتزيني لعبادي أوشك أَن يستريحوا من تَعب الدُّنْيَا إِلَى دَاري وكرامتي
وَأما الْخَامِسَة فَإِنَّهُ إِذا كَانَ آخر لَيْلَة غفر الله لَهُم جَمِيعًا
فَقَالَ رجل من الْقَوْم أَهِي لَيْلَة الْقدر فَقَالَ لَا ألم تَرَ إِلَى الْعمَّال يعْملُونَ فَإِذا فرغوا من أَعْمَالهم وفوا أُجُورهم
رَوَاهُ الْبَيْهَقِيّ وَإِسْنَاده مقارب أصلح مِمَّا قبله
أما وَاحِدَة فَإِنَّهُ إِذا كَانَ أول لَيْلَة من شهر رَمَضَان نظر الله عز وَجل إِلَيْهِم وَمن نظر الله إِلَيْهِ لم يعذبه أبدا
وَأما الثَّانِيَة فَإِن خلوف أَفْوَاههم حِين يمسون أطيب عِنْد الله من ريح الْمسك
وَأما الثَّالِثَة فَإِن الْمَلَائِكَة تستغفر لَهُم فِي كل يَوْم وَلَيْلَة
وَأما الرَّابِعَة فَإِن الله عز وَجل يَأْمر جنته فَيَقُول لَهَا استعدي وتزيني لعبادي أوشك أَن يستريحوا من تَعب الدُّنْيَا إِلَى دَاري وكرامتي
وَأما الْخَامِسَة فَإِنَّهُ إِذا كَانَ آخر لَيْلَة غفر الله لَهُم جَمِيعًا
فَقَالَ رجل من الْقَوْم أَهِي لَيْلَة الْقدر فَقَالَ لَا ألم تَرَ إِلَى الْعمَّال يعْملُونَ فَإِذا فرغوا من أَعْمَالهم وفوا أُجُورهم
رَوَاهُ الْبَيْهَقِيّ وَإِسْنَاده مقارب أصلح مِمَّا قبله