আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
৯. অধ্যায়ঃ রোযা
হাদীস নং: ১৪৭৭
অধ্যায়ঃ রোযা
পুণ্যলাভের আশায় রমযানের রোযা পালন ও রমযানের রাতসমূহে বিশেষত লায়লাতুল কদরে
ইবাদতের প্রতি উৎসাহ দান ও এর ফযীলত প্রসঙ্গ
ইবাদতের প্রতি উৎসাহ দান ও এর ফযীলত প্রসঙ্গ
১৪৭৭. হযরত আবু হুরায়রা (রা) সূত্রে নবী করীম প্রায় থেকে বর্ণিত যে, তিনি বলেছেন: যে ব্যক্তি লায়লাতুল কদরে ঈমানের সাথে পুণ্যের আশায় ইবাদত করবে, তার পূর্ববর্তী গুনাহসমূহ ক্ষমা করে দেয়া হবে। আর যে ব্যক্তি ঈমানের সাথে ও পুণ্যলাভের আশায় রমযানের রোযা রাখবে, তার পূর্ববর্তী গুনাহসমূহ মাফ করে দেয়া হবে।
(হাদীসটি বুখারী, মুসলিম, আবু দাউদ ও নাসাঈ বর্ণনা করেছেন। ইব্ন মাজাহও এটি সংক্ষিপ্তভাবে বর্ণনা করেন।)
(হাদীসটি বুখারী, মুসলিম, আবু দাউদ ও নাসাঈ বর্ণনা করেছেন। ইব্ন মাজাহও এটি সংক্ষিপ্তভাবে বর্ণনা করেন।)
كتاب الصَّوْم
التَّرْغِيب فِي صِيَام رَمَضَان احتسابا وَقيام ليله سِيمَا لَيْلَة الْقدر وَمَا جَاءَ فِي فَضله
1477- عَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ من قَامَ لَيْلَة الْقدر إِيمَانًا واحتسابا غفر لَهُ مَا تقدم من ذَنبه وَمن صَامَ رَمَضَان إِيمَانًا واحتسابا غفر لَهُ مَا تقدم من ذَنبه
رَوَاهُ البُخَارِيّ وَمُسلم وَأَبُو دَاوُد وَالنَّسَائِيّ وَابْن مَاجَه مُخْتَصرا
رَوَاهُ البُخَارِيّ وَمُسلم وَأَبُو دَاوُد وَالنَّسَائِيّ وَابْن مَاجَه مُخْتَصرا