আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
৯. অধ্যায়ঃ রোযা
হাদীস নং: ১৪৬০
অধ্যায়ঃ রোযা
অধ্যায়: রোযা
রোযা রাখার প্রতি উৎসাহ দান রোযা ও রোযাদারের দু'আর ফযীলত প্রসঙ্গ
রোযা রাখার প্রতি উৎসাহ দান রোযা ও রোযাদারের দু'আর ফযীলত প্রসঙ্গ
১৪৬০. হযরত মু'য়ায ইবন জাবাল (রা) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ ﷺ তাকে বলেছিলেন। আমি কি তোমাকে কল্যাণের দ্বারসমূহের সন্ধান দেব না? আমি বললাম, আলবৎ ইয়া রাসূলাল্লাহ! তখন তিনি বললেন, রোযা হচ্ছে ঢাল, আর সাদ্কা গুনাহকে এভাবে মিটিয়ে দেয় যেভাবে পানি আগুনকে নির্বাপিত করে দেয়।
(হাদীসটি তিরমিযী অপর একটি হাদীসের অংশ হিসেবে বর্ণনা করেছেন এবং একে সহীহ বলে অভিহিত করেছেন। পূর্ণ হাদীসটি 'চুপ থাকার ফযীলত' প্রসঙ্গে সামনে আসবে। এই প্রসঙ্গে কা'ব ইব্ন উজরা (রা) প্রমুখের বর্ণিত হাদীসসমূহ ইতিপূর্বেই এসে গিয়েছে।)
(হাদীসটি তিরমিযী অপর একটি হাদীসের অংশ হিসেবে বর্ণনা করেছেন এবং একে সহীহ বলে অভিহিত করেছেন। পূর্ণ হাদীসটি 'চুপ থাকার ফযীলত' প্রসঙ্গে সামনে আসবে। এই প্রসঙ্গে কা'ব ইব্ন উজরা (রা) প্রমুখের বর্ণিত হাদীসসমূহ ইতিপূর্বেই এসে গিয়েছে।)
كتاب الصَّوْم
كتاب الصَّوْم
التَّرْغِيب فِي الصَّوْم مُطلقًا وَمَا جَاءَ فِي فَضله وَفضل دُعَاء الصَّائِم
التَّرْغِيب فِي الصَّوْم مُطلقًا وَمَا جَاءَ فِي فَضله وَفضل دُعَاء الصَّائِم
1460 - وَعَن معَاذ بن جبل رَضِي الله عَنهُ أَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ لَهُ أَلا أدلك على أَبْوَاب الْخَيْر
قلت بلَى يَا رَسُول الله
قَالَ الصَّوْم جنَّة وَالصَّدَََقَة تطفىء الْخَطِيئَة كَمَا يطفىء المَاء النَّار
رَوَاهُ التِّرْمِذِيّ فِي حَدِيث وَصَححهُ وَيَأْتِي بِتَمَامِهِ فِي الصمت إِن شَاءَ الله وَتقدم حَدِيث كَعْب بن عجْرَة وَغَيره بِمَعْنَاهُ
قلت بلَى يَا رَسُول الله
قَالَ الصَّوْم جنَّة وَالصَّدَََقَة تطفىء الْخَطِيئَة كَمَا يطفىء المَاء النَّار
رَوَاهُ التِّرْمِذِيّ فِي حَدِيث وَصَححهُ وَيَأْتِي بِتَمَامِهِ فِي الصمت إِن شَاءَ الله وَتقدم حَدِيث كَعْب بن عجْرَة وَغَيره بِمَعْنَاهُ