আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
৯. অধ্যায়ঃ রোযা
হাদীস নং: ১৪৫৮
অধ্যায়ঃ রোযা
অধ্যায়: রোযা
রোযা রাখার প্রতি উৎসাহ দান রোযা ও রোযাদারের দু'আর ফযীলত প্রসঙ্গ
রোযা রাখার প্রতি উৎসাহ দান রোযা ও রোযাদারের দু'আর ফযীলত প্রসঙ্গ
১৪৫৮. হযরত জাবির (রা) সূত্রে রাসূলুল্লাহ্ ﷺ থেকে বর্ণিত। তিনি বলেছেন: রোযা একটি ঢাল, মানুষ এরদ্বারা জাহান্নাম থেকে আত্মরক্ষা করতে পারে।
(হাদীসটি আহমদ হাসান সনদে বর্ণনা করেছেন। বায়হাকীও এটি বর্ণনা করেন।)
(হাদীসটি আহমদ হাসান সনদে বর্ণনা করেছেন। বায়হাকীও এটি বর্ণনা করেন।)
كتاب الصَّوْم
كتاب الصَّوْم
التَّرْغِيب فِي الصَّوْم مُطلقًا وَمَا جَاءَ فِي فَضله وَفضل دُعَاء الصَّائِم
التَّرْغِيب فِي الصَّوْم مُطلقًا وَمَا جَاءَ فِي فَضله وَفضل دُعَاء الصَّائِم
1458- وَعَن جَابر رَضِي الله عَنهُ عَن نَبِي الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ الصّيام جنَّة يستجن بهَا العَبْد من النَّار
رَوَاهُ أَحْمد بِإِسْنَاد حسن وَالْبَيْهَقِيّ
رَوَاهُ أَحْمد بِإِسْنَاد حسن وَالْبَيْهَقِيّ