আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৯. অধ্যায়ঃ রোযা

হাদীস নং: ১৪৫৫
অধ্যায়ঃ রোযা
অধ্যায়: রোযা
রোযা রাখার প্রতি উৎসাহ দান রোযা ও রোযাদারের দু'আর ফযীলত প্রসঙ্গ
১৪৫৫. হযরত সাহল ইবন সা'দ (রা) সূত্রে নবী ﷺ থেকে বর্ণিত। তিনি বলেছেন: জান্নাতের একটি বিশেষ দরজা রয়েছে, যার নাম 'রাইয়ান'। কিয়ামতের দিন কেবলমাত্র রোযাদারগণ এই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে। অন্য কেউ এ দিয়ে প্রবেশ করতে পারবে না। তারা যখন প্রবেশ করবে, তখন এটি বন্ধ করে দেয়া হবে। তাই আর কেউ এদিয়ে প্রবেশ করতে পারবে না
(হাদীসটি বুখারী, মুসলিম, নাসাঈ ও তিরমিযী বর্ণনা করেছেন। তিরমিযী এ কথাটি অতিরিক্ত বলেছেন:
যারা এ দরজা দিয়ে প্রবেশ করবে, তারা কখনও পিপাসা অনুভব করবে না।
ইবন খুযায়মাও তাঁর 'সহীহ' গ্রন্থে এটি বর্ণনা করেছেন। তবে তিনি এভাবে বলেছেন।
রোযাদারদের কেউ যখন এ দিয়ে প্রবেশ করবে তখন পানি পান করবে, আর যে পানি পান করবে, সে কখনও পিপাসা অনুভব করবে না।)
كتاب الصَّوْم
كتاب الصَّوْم
التَّرْغِيب فِي الصَّوْم مُطلقًا وَمَا جَاءَ فِي فَضله وَفضل دُعَاء الصَّائِم
1455- وَعَن سهل بن سعد رَضِي الله عَنهُ عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ إِن فِي الْجنَّة بَابا يُقَال لَهُ الريان يدْخل مِنْهُ الصائمون يَوْم الْقِيَامَة لَا يدْخل مِنْهُ أحد غَيرهم فَإِذا دخلُوا أغلق فَلم يدْخل مِنْهُ أحد

رَوَاهُ البُخَارِيّ وَمُسلم وَالنَّسَائِيّ وَالتِّرْمِذِيّ
وَزَاد وَمن دخله لم يظمأ أبدا
وَابْن خُزَيْمَة فِي صَحِيحه إِلَّا أَنه قَالَ فَإِذا دخل أحدهم أغلق من دخل شرب وَمن شرب لم يظمأ أبدا
tahqiqতাহকীক:তাহকীক চলমান