আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৮. অধ্যায়ঃ সদকা

হাদীস নং: ১৪৩৪
অধ্যায়ঃ সদকা
অনুচ্ছেদ
১৪৩৪. বুহায়সা নাম্নী জনৈকা মহিলা তাঁর পিতা (রা) থেকে বর্ণনা করেন। তিনি বলেন, আমার পিতা নবী ﷺ-এর নিকট প্রবেশের অনুমতি চাইলেন। তিনি রাসূলুল্লাহ্ ﷺ-এর জামার ভিতর নিজের মাথা ঢুকিয়ে দিয়ে চুমু খেতে লাগলেন ও তাঁকে জড়িয়ে ধরলেন। তারপর বললেন, হে আল্লাহর নবী। কোন জিনিস থেকে লোককে বারণ করা বৈধ নয়? তিনি বললেন, পানি। তিনি আবার প্রশ্ন করলেন, হে আল্লাহর নবী। কোন জিনিস মানা করা বৈধ নয়? তিনি বললেন, লবণ। তিনি আবারও বললেন, ইয়া রাসূলাল্লাহ! কোন বস্তু থেকে লোককে বারণ করা বৈধ নয়? রাসূলুল্লাহ ﷺ বললেন: কল্যাণকর কাজ যতই করতে পার ততই মঙ্গল।
(হাদীসটি আবু দাউদ বর্ণনা করেছেন।)
كتاب الصَّدقَات
فصل
1434- وَعَن امْرَأَة يُقَال لَهَا بهيسة عَن أَبِيهَا قَالَت اسْتَأْذن أبي النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم فَدخل بَينه وَبَين قَمِيصه فَجعل يقبل ويلتزم ثمَّ قَالَ يَا نَبِي الله مَا الشَّيْء الَّذِي لَا يحل مَنعه قَالَ المَاء
قَالَ يَا نَبِي الله مَا الشَّيْء الَّذِي لَا يحل مَنعه قَالَ الْملح
قَالَ يَا نَبِي الله مَا الشَّيْء الَّذِي لَا يحل مَنعه قَالَ أَن تفعل الْخَيْر خير لَك

رَوَاهُ أَبُو دَاوُد
tahqiqতাহকীক:তাহকীক চলমান