আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
৮. অধ্যায়ঃ সদকা
হাদীস নং: ১৩৯৫
অধ্যায়ঃ সদকা
স্বামী অনুমতি দিলে তার সম্পদ থেকে স্ত্রীর সাদ্কা করার প্রতি উৎসাহ দান এবং অনুমতি না থাকা অবস্থায় এ দানের ব্যাপারে সতর্কবাণী
১৩৯৫. হযরত আবু উমামা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি বিদায় হজ্জের ভাষণে রাসূলুল্লাহ-কে একথা বলতে শুনেছি। স্বামীর অনুমতি ব্যতীত কোন মহিলা যেন তার ঘরের কোন জিনিস ব্যয় না করে। প্রশ্ন করা হল, ইয়া রাসূলাল্লাহ! খাদ্য সামগ্রীও দান করা যাবে না? তিনি বললেন, এটি তো আমাদের উত্তম সম্পদ।
(তিরমিযী হাদীসটি বর্ণনা করেছেন এবং বলেছেন, হাদীসটি হাসান।)
(তিরমিযী হাদীসটি বর্ণনা করেছেন এবং বলেছেন, হাদীসটি হাসান।)
كتاب الصَّدقَات
ترغيب الْمَرْأَة فِي الصَّدَقَة من مَال زَوجهَا إِذا أذن وترهيبها مِنْهَا مَا لم يَأْذَن
1395- وَعَن أبي أُمَامَة رَضِي الله عَنهُ قَالَ سَمِعت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَقُول فِي خطبَته عَام حجَّة الْوَدَاع لَا تنْفق امْرَأَة شَيْئا من بَيت زَوجهَا إِلَّا بِإِذن زَوجهَا
قيل يَا رَسُول الله وَلَا الطَّعَام قَالَ ذَلِك أفضل أَمْوَالنَا
رَوَاهُ التِّرْمِذِيّ وَقَالَ حَدِيث حسن
قيل يَا رَسُول الله وَلَا الطَّعَام قَالَ ذَلِك أفضل أَمْوَالنَا
رَوَاهُ التِّرْمِذِيّ وَقَالَ حَدِيث حسن