আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৮. অধ্যায়ঃ সদকা

হাদীস নং: ১৩৯৪
স্বামী অনুমতি দিলে তার সম্পদ থেকে স্ত্রীর সাদ্‌কা করার প্রতি উৎসাহ দান এবং অনুমতি না থাকা অবস্থায় এ দানের ব্যাপারে সতর্কবাণী
১৩৯৪. হযরত আমর ইব্‌ন শু'আয়ব তাঁর পিতার সূত্রে এবং তিনি তাঁর দাদার সূত্রে রাসূলুল্লাহ সা. থেকে বর্ণনা করেন। তিনি বলেছেন: স্ত্রী যখন তার স্বামীর ঘর থেকে কোন কিছু দান করে, তখন সে সওয়াবের অধিকারিণী হয় এবং তার স্বামীও অনুরূপ সওয়াব পায়। একজন অপরজনের সওয়াব কম করে দেয় না। স্বামী উপার্জনের কারণে ও স্ত্রী দানের কারণে সওয়াব লাভ করে।
(তিরমিযী হাদীসটি বর্ণনা করেছেন এবং হাদীসটি হাসান বলে মন্তব্য করেছেন।)
ترغيب الْمَرْأَة فِي الصَّدَقَة من مَال زَوجهَا إِذا أذن وترهيبها مِنْهَا مَا لم يَأْذَن
1394- وَعَن عَمْرو بن شُعَيْب عَن أَبِيه عَن جده عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ إِذا تَصَدَّقت الْمَرْأَة من بَيت زَوجهَا كَانَ لَهَا أجرهَا ولزوجها مثل ذَلِك لَا ينقص كل وَاحِد مِنْهُمَا من أجر صَاحبه شَيْئا لَهُ بِمَا كسب وَلها بِمَا أنفقت

رَوَاهُ التِّرْمِذِيّ وَقَالَ حَدِيث حسن
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ১৩৯৪ | মুসলিম বাংলা