আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৮. অধ্যায়ঃ সদকা

হাদীস নং: ১৩৬৬
কল্যাণ খাতে সম্পদ ব্যয় করার প্রতি উৎসাহ প্রদান ও কার্পণ্যবশত সম্পদ আঁকড়ে থাকা ও তা পুঞ্জীভূত করা থেকে ভীতি প্রদর্শন
১৩৬৬. হযরত আনাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন: রাসূলুল্লাহ (সা) বলেছেন: বন্ধু তিনজন: একজন বলে, আমি কবর পর্যন্ত তোমার সাথে আছি। অন্য বন্ধু বলে, তুমি, যা দান করেছ তা তোমার আর যা সঞ্চয় রেখেছ, সেটি তোমার নয়, এরা (দু'জন) হচ্ছে তোমার সম্পদ। অপর এক বন্ধু বলে, তুমি যেখানেই প্রবেশ করবে আর যেখান থেকেই বেরিয়ে যাবে, আমি তোমার সাথে থাকব। এটি হচ্ছে আমল বা কৃতকর্ম। তখন সে বলবে: আল্লাহর কসম, তুমিই আমার বন্ধুত্রয়ের মধ্যে আমার সবচাইতে উপযোগী ও উপকারী বন্ধু।
(হাদীসটি হাকিম বর্ণনা করেছেন এবং বলেছেন, বুখারী ও মুসলিমের শর্তঅনুযায়ী এটি সহীহ। এতে কোন গোপন দোষ নেই।)
التَّرْغِيب فِي الْإِنْفَاق فِي وُجُوه الْخَيْر كرما والترهيب من الْإِمْسَاك والادخار شحا
1366 - وَعَن أنس رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم الأخلاء ثَلَاثَة فَأَما خَلِيل فَيَقُول أَنا مَعَك حَتَّى تَأتي قبرك وَأما خَلِيل فَيَقُول لَك مَا أَعْطَيْت وَمَا أَمْسَكت فَلَيْسَ لَك فَذَلِك مَالك وَأما خَلِيل فَيَقُول أَنا مَعَك حَيْثُ دخلت وَحَيْثُ خرجت فَذَلِك عمله فَيَقُول وَالله لقد كنت من أَهْون الثَّلَاثَة عَليّ

رَوَاهُ الْحَاكِم وَقَالَ صَحِيح على شَرطهمَا وَلَا عِلّة لَهُ
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ১৩৬৬ | মুসলিম বাংলা