আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৮. অধ্যায়ঃ সদকা

হাদীস নং: ১৩৬৫
কল্যাণ খাতে সম্পদ ব্যয় করার প্রতি উৎসাহ প্রদান ও কার্পণ্যবশত সম্পদ আঁকড়ে থাকা ও তা পুঞ্জীভূত করা থেকে ভীতি প্রদর্শন
১৩৬৫. হযরত কায়স ইবন সিলা' আনসারী (রা)-থেকে বর্ণিত যে, তাঁর ভাইয়েরা তাঁর ব্যাপারে রাসূলুল্লাহ্ (সা) এর নিকট অভিযোগ করলেন যে, তিনি তাঁর সম্পদের অপচয় করেন এবং বড্ড বেশি হাত খুলে খরচ করেন। আমি বললাম, ইয়া রাসূলাল্লাহ্! আমি আমার অংশের খেজুরটি কেবল গ্রহণ করি এবং তা আল্লাহর পথে এবং সাথীদের খাতে খরচ করে থাকি। রাসূলুল্লাহ (সা) তখন তাঁর বুকের উপর হাত মারলেন এবং তিনবার বললেন: "তুমি খরচ কর! আল্লাহ্ তোমার উপর খরচ করবেন।" তারপর এমন হল যে, আমি একটি মাত্র বাহন নিয়ে আল্লাহর পথে বেরিয়েছিলাম, অথচ আজ আমি আমার পরিবারে সবচেয়ে সম্পদশালী সচ্ছল ব্যক্তি।
(হাদীসটি তাবারানী 'আওসাত' কিতাবে বর্ণনা করেছেন এবং বলেছেন, হাদীসটি সাঈদ ইব্‌ন যিয়াদ আবূ আসিম একাই রিওয়ায়াত করেছেন।)
التَّرْغِيب فِي الْإِنْفَاق فِي وُجُوه الْخَيْر كرما والترهيب من الْإِمْسَاك والادخار شحا
1365 - وَعَن قيس بن سلع الْأنْصَارِيّ رَضِي الله عَنهُ أَن إخْوَته شكوه إِلَى رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم فَقَالُوا إِنَّه يبذر مَاله وينبسط فِيهِ
قلت يَا رَسُول الله آخذ نَصِيبي من التمرة فأنفقه فِي سَبِيل الله وعَلى من صحبني فَضرب رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم صَدره وَقَالَ أنْفق ينْفق الله عَلَيْك ثَلَاث مَرَّات فَلَمَّا كَانَ بعد ذَلِك خرجت فِي سَبِيل الله وَمَعِي رَاحِلَة وَأَنا أَكثر أهل بَيْتِي الْيَوْم وأيسره

رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْأَوْسَط وَقَالَ تفرد بِهِ سعيد بن زِيَاد أَبُو عَاصِم
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ১৩৬৫ | মুসলিম বাংলা